চেসিস ইনডাকটেড জাতীয় কোন ঘটনা শুনিনি এখনো। তবে নিশ্চিত হয়ে নিন, যে আপনার মাদারবোর্ড পেন্টিয়াম ৪ প্রসেসর কে চিনে কিনা (আমি যতটুকু জানি G31 এর পেন্টিয়াম ৪ কে চিনতে পারার কথা না, অন্তত আমার P-4 533bus প্রসেসর কে করেনি) । সাপোর্টলীষ্ট থেকে দেখে নিতে পারেন। আমার এক ফ্রেন্ডকে দেখেছিলাম ওর আসুস মাদারবোর্ড প্রসেসর কে রিকগনাইজ করতে পারতো না, ফলে এরর দিতো আর সিপিইউ টেম্পারেচার ১০০' দেখাতো।
অবশ্য বায়োস আপডেট করলে হয়তো এটা ঠিক হয়ে যাওয়ার কথা। তাও যদি না হয়, তাহলে মাদারবোর্ডের সমস্যা বলে ধরে নেয়া যায়। বায়োস থেকে Chassis এর একটা অপশন আছে, ওটা একটু চেক করে নিতে পারেন। যদি নতুন কিনে থাকেন, অর্থ্যাৎ যদি ওয়ারেন্টি পিরিয়ড থাকে, তাহলে চোখ বন্ধ করে যেখান থেকে কিনেছেন সেখানে নিয়ে যান। ওরা ঠিক করে দিতে বাধ্য, না হলে নতুন মাদারবোর্ড দিয়ে দিবে রিপ্লেস করে।
দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আপনি আপনার পিসিতে বেশ কয়েকবার উইন্ডোজ সেটআপ দিতে গিয়েছেন। যার ফলে বুট ফাইলে প্রতিটির জন্য আলাদা আলাদা রুট তৈরী হয়েছে।
যে কাজটি করতে হবে তা হচ্ছে, মাই কম্পিউটারের প্রোপার্টিজ থেকে Advance এ ক্লিক করুন। এখানে নীচের দিকে দেখুন, Startup & Recovery অপশন আছে, এর Setup এ ক্লিক করুন। এবার ডিফল্ট সিস্টেম হিসেবে যেটা দিয়ে বুট করেন সেটা সিলেক্ট করেন। তারপর Time To Select Operating System অপশন টি আনচেক করে দিন। এবার Ok করে বের হয়ে আসুন। ফলাফলে পরিবর্তি বুটে সে আপনাকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে বলবে না, যেটা সিলেক্ট করে দিয়েছেন সরাসরি সেটায় বুট করবে।
তবে যা বলেছেন তাতে মনে হচ্ছে আপনি আপনার হার্ডডিস্কের বিভিন্ন পার্টিশনে এক্সপি কিংবা উইন্ডোজ ৭ সেটআপ দেয়ার চেষ্টা করে ব্যার্থ্য হয়েছেন এবং সেটা বর্তমানে জগাখিচুড়ী তৈরি করেচে। সবথেকে ভাল হয়, আপনার প্রয়োজনীয় ডাটা কোথাও কপি করে রেখে পুরো হার্ডডিস্ক রি পার্টিশন করে নতুন করে এক্সপি/সেভেন সেটাপ দিয়ে ফেলেন। পিসি দ্রুত হবে, অনেকগুলো বুট অপশন ফেস করতে হবে না। 