Re: বাংলার ফুল "মান্দার"
ভাই আপনার মত আপনার টিউন গুলাও জটিল। ধন্যবাদ ভাই
Re: বাংলার ফুল "মান্দার"
@সারোয়ার সোহেন
অনেক ধন্যবাদ।
ছোট বেলায় এই মান্দার ফুল লবন আর তেতুল দিয়ে চটকে কত খেয়েছি।.....
Re: বাংলার ফুল "মান্দার"
Re: বাংলার ফুল "মান্দার"
এইটা মিস করলাম কেমনে
সরি সবাইকেই এইটা জাগ্রত করার জন্য কিন্তু ছবিগুলো আমার অনেক অনেক ভাল লেগেছে এবং সেই সাথে মান্ধার সম্প্রকে জানতে পেরে সোহান ভাইকে ধন্যবাদ
।
Re: বাংলার ফুল "মান্দার"
মান্দার গাছ আমার বাড়ির আশেপাশে অনেক আছে, তারপরও জেনে অনেক ভাল লাগল
Re: বাংলার ফুল "মান্দার"
সকলকে অসংখ্য ধন্যবাদ।
Re: বাংলার ফুল "মান্দার"
ছোট কালে আমাদের বাড়ির পাশে ছিল। এখন আর নেই। অনেকদিন পর দস্যু ভাইয়ের কল্যাণে দেখার সৌভাগ্য হল। বিধায়
Re: বাংলার ফুল "মান্দার"
দস্যু ভাই, কোন মান্দারের ছবি দিয়েছেন? কাঁঠালপাতা সদৃশ দেশী মান্দার না পানপাতা সদৃশ বিদেশী মান্দার? ঢাকায় বিদেশীটা বেশি দেখা যায়। আমার গ্রামের বাড়িতে ও দেশের অন্যান্য অনেক জেলা দেশীটার দেখা মিলেছে বেশি। মান্দারের প্রধান ব্যবহার লাকড়ি হিসেবে। ভালই আগুন হয়। আর গোবর মাখালে তো কথাই নেই। প্রথম ছবিটা অসাধারণ। আর মান্দার ও পলাশের ফুল দেখতে প্রায় একই রকম। পার্থক্য কেবল পাতা আর কান্ডে। পলাশের কান্ড মান্ডার তুলনায় কিঞ্চিত লতানো। ছবিগুলো সবগুলাই সুন্দর।
Re: বাংলার ফুল "মান্দার"
Re: বাংলার ফুল "মান্দার"
ধন্যবাদ দস্যু ভাই। আমি টপিক দু'টায় চোখ বুলিয়েছি। সময় করে পড়ে দেখব। মনে হচ্ছে বেশ তথ্যবহুল পোস্ট। ছবিগুলো ভাল লেগেছে, বিশেষ করে আপনা হাতে তোলা ছবিগুলো।