টপিকঃ QtDSExporter - ঢাকা শেয়ার বাজার ডাটা এক্সপোর্টার
এবারে গ্রাফিক্যাল ডাটা এক্সপোর্টার তৈরী করলাম। এখন পর্যন্ত এটা ডিএসই সাইটের ডাটা ডাউনলোড করবে। ডাউনলোডের পর ডাটাগুলো দু’জায়গায় সেভ হবে। একটা হচ্ছে csv ফোল্ডারের ভেতর সিএসভি ফাইল এবং নিজস্ব ডাটাবেস-এ। ফলে সিএসভি ফাইলগুলো অন্যান্য সফটওয়্যারে ইমপোর্ট করা যাবে। অন্যদিকে এর নিজস্ব ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে কাজ করা যাবে।
বর্তমানে এটি শুধুমাত্র ওপেন, ট্রেড ও ভলিউম ইন্ডিকেটরের লাইভ গ্রাফ দেখাতে পারে। তবে সহায়তা পেলে আরও ইন্ডিকেটর (যেমন - MA, MACD, Bollinger ইত্যাদি) যোগ করা সম্ভব হবে। হালকা সফটওয়্যার হিসেবে এর ভাল পোটেনশিয়াল আছে। এখন শুধু কোলাবোরেশন দরকার।
যথারীতি এটিও ওপেনসোর্স সফটওয়্যার - LGPL 2.1 এর অধীনে। এখানে সকলের সহযোগিতা কাম্য।
সোর্সকোড বা ডাউনলোডঃ http://github.com/nsmgr8/qtdsexporter
ফিচার বা বাগ রিপোর্টঃ http://github.com/nsmgr8/qtdsexporter/issues
উবুন্তুতে ইনস্টল পদ্ধতিঃ
sudo apt-get install python-qt4 python-elixir
এরপর http://github.com/nsmgr8/qtdsexporter/archives/master থেকে জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করে main.py ফাইলটি রান করতে হবে।
উইন্ডোজ ইনস্টল পদ্ধতিঃ
http://www.python.org/download/ থেকে Python 2.6 ডাউনলোড করে ইনস্টল করুন।
http://www.riverbankcomputing.co.uk/sof … t/download থেকে PyQt-Py2.6...exe ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করুন।
http://pypi.python.org/pypi/setuptools থেকে setuptools...py2.6...exe ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এরপর Start > Run থেকে cmd চালু করুন। কমান্ডলাইনে লিখুন -
cd C:\Python26\Scripts
easy_install.exe elixir
এবারে মূল সফটওয়্যারটি ডাউনলোড করুন http://github.com/nsmgr8/qtdsexporter/archives/master থেকে। তারপর আনজিপ করে main.py ফাইলটি রান করুন।
আশা করি, সফটওয়্যারটি ভাল লাগবে। বলাবাহুল্য যে এটি আলফা কোয়ালিটি সফটওয়্যার।