টপিকঃ এইচ এস সি এর পরীক্ষার নতুন রুটিন দরকার(পরিবর্তিত)
আমার কাছে পুরাতন রুটিন আছে। কিন্তু আমার পরিবর্তিত রুটিনটি দরকার।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » এইচ এস সি এর পরীক্ষার নতুন রুটিন দরকার(পরিবর্তিত)
আমার কাছে পুরাতন রুটিন আছে। কিন্তু আমার পরিবর্তিত রুটিনটি দরকার।
এই যে এখানে। ডাউনলোড করেন।
রসায়নের আগে একসপ্তাহ, আর গনিতের আগে তো গুনতেই পারলাম না কতদিন ছুটি। এই রুটিনের পরও মানুষ জিপিএ ফাইভ কেন পাবে না, তা নিয়ে রীতিমত গবেষনা চালানো যাবে
রিপলাই টু অট:
রসায়নের আগে একসপ্তাহ, আর গনিতের আগে তো গুনতেই পারলাম না কতদিন ছুটি। এই রুটিনের পরও মানুষ জিপিএ ফাইভ কেন পাবে না, তা নিয়ে রীতিমত গবেষনা চালানো যাবে
আমি ডিজিটাল ইলেক্সট্রনিক্স পরীক্ষার আগে গুনে গুনে ১৫ দিন ছুটি পাইছি। বাট এই ১৫ দিন পড়ি নাই। এই বার বলেন?
তাইতো বলছি, এতো ছুটি থাকার পর মানুষ পড়ালেখা করবে না, অথচ যখন খারাপ রেজাল্ট আসবে তখন খাতার পরীক্ষক থেকে শুরু করে এডুকেশন সিস্টেমটাকেই অপবাদ দিবে
রিপলাই টু অট:
তাইতো বলছি, এতো ছুটি থাকার পর মানুষ পড়ালেখা করবে না, অথচ যখন খারাপ রেজাল্ট আসবে তখন খাতার পরীক্ষক থেকে শুরু করে এডুকেশন সিস্টেমটাকেই অপবাদ দিবে
এটাই কি এডুকেসন সিস্টেম এর অংশ না?
এটাই কি এডুকেসন সিস্টেম এর অংশ না?
এডুকেশন সিস্টেমে ছুটি আছে যাতে স্টুডেন্টরা পড়ালেখা করে, কিন্তু যদি তারা ঐ সময় নাকে তেল দিয়ে ঘুমায় তাহলে এডুকেশন সিস্টেমকে কেমন করে দোষ দেয়া যায়?!!! বুয়েটেও প্রতিটা পরীক্ষার আগে এক সপ্তাহ খালি থাকে। ওরা ঐ সময় পড়ালেখা করে বলেই তারা এতো ভালো রেজাল্ট করে। এটা তারা এসএসসি, এইচএসসি থেকেই শিখে আসছে বলে আমার ধারনা। নিয়মিত পড়াশোনা করা ছাড়া ভালো রেজাল্ট (যেটা নাকি ভবিষ্যতে কাজে আসবে) করা সম্ভব না। (ব্যতিক্রম হল নকল করে পরীক্ষা দেয়া, যেখানে ভবিষ্যতে সবক্ষেত্রে ধরা খাওয়ার সম্ভাবনাই বেশী)
এডুকেশন সিস্টেমে ছুটি আছে যাতে স্টুডেন্টরা পড়ালেখা করে, কিন্তু যদি তারা ঐ সময় নাকে তেল দিয়ে ঘুমায় তাহলে এডুকেশন সিস্টেমকে কেমন করে দোষ দেয়া যায়?!!! বুয়েটেও প্রতিটা পরীক্ষার আগে এক সপ্তাহ খালি থাকে। ওরা ঐ সময় পড়ালেখা করে বলেই তারা এতো ভালো রেজাল্ট করে। এটা তারা এসএসসি, এইচএসসি থেকেই শিখে আসছে বলে আমার ধারনা। নিয়মিত পড়াশোনা করা ছাড়া ভালো রেজাল্ট (যেটা নাকি ভবিষ্যতে কাজে আসবে) করা সম্ভব না। (ব্যতিক্রম হল নকল করে পরীক্ষা দেয়া, যেখানে ভবিষ্যতে সবক্ষেত্রে ধরা খাওয়ার সম্ভাবনাই বেশী)
এডুকেশন সিস্টেমের দোষ তো এখানে না।
বুয়েটের ঐ স্টুডেন্টই যখন টিচার হয় তখন সে কিন্তু তার নিজের লেখা চোথার বাইরের কিছু লিখলে খাতায় নম্বর কম দেয়। কারণ ঐ টিচার ওভাবেই মুখস্ত করে ভাল রেজাল্ট করেছে। ওর বাইরে কিছু লিখলে সে আর মূল্যায়ন করতে পারে না।
এছাড়া সৃজনশীলতার তো কোন মূল্যই দেয়া হয় না।
সব টিচারই এই রকম। কারণ ওরক মুখস্থ করে যারা পরেো তাদের রেজাল্টই ভাল হয়। তারাই টিচার হয়। যারা একটু ভালভাবে পড়াশুনা করে তারা টিচার হতে পারে না।
ভাল স্টুডেন্ট অবশ্যই আছে। অনেক আছে। যারা ভালভাবে পড়াশুনা করে। জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। কিন্তু ভাল টিচার নেই। পুরো ইউনিভার্সিটিতে একটা-দুটা ভাল টিচার থাকে দেখা যায়। তাও অনেক সময় সেই টিচার প্রথম জীবনে খারাপ টিচারই থাকে। বয়স হলে যখন অনেক অভিজ্ঞতা হয় তখন সে একটু চেঞ্জ হয়।
অনেকের কাজে লাগবে।
@সেভারাস ভাই ৩ ইডিয়েট ছবি দা দেখেছেন?
না দেখে থাকলে দেখেন আর মেশিনের সংঙ্গা আপনি হলে কোনটা দিতেন একটু জানান।
@সেভারাস ভাই ৩ ইডিয়েট ছবি দা দেখেছেন?
না দেখে থাকলে দেখেন আর মেশিনের সংঙ্গা আপনি হলে কোনটা দিতেন একটু জানান।
বাস্তবতা আর চলচ্চিত্র ভিন্ন কথা।
এইচ এস সি এর পরীক্ষার নতুন রুটিন এই ওয়েব সাইট এ পাবেন www.dhakaeducationboard.gov.bd
ধন্যবাদ
বুয়েটের ঐ স্টুডেন্টই যখন টিচার হয় তখন সে কিন্তু তার নিজের লেখা চোথার বাইরের কিছু লিখলে খাতায় নম্বর কম দেয়। কারণ ঐ টিচার ওভাবেই মুখস্ত করে ভাল রেজাল্ট করেছে। ওর বাইরে কিছু লিখলে সে আর মূল্যায়ন করতে পারে না।
এছাড়া সৃজনশীলতার তো কোন মূল্যই দেয়া হয় না।
না জেনে কথা বলেন কেন ভাই?? বুয়েটে কয়জন টিচার আছে যাদের চোথা পাওয়া যায়? এখন পর্যন্ত কোন স্যার এর লেখা চোথা দেখার সৌভাগ্য আমার হয়নি......আর যারা সদ্য পাশ করে লেকচারার হিসেবে ঢুকে তারা খাতা দেখার সুযোগ পায়?তারা তো ল্যাব ছাড়া অন্য ক্লাস নেওয়ার সু্যোগ ই পায় না...খাতা দেখা দূরের কথা
এস এস সি পরীক্ষার রেজাল্ট পেতে চাইলে এখানে ভিজিট করতে পারেন ssc result 2019
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » এইচ এস সি এর পরীক্ষার নতুন রুটিন দরকার(পরিবর্তিত)
০.০৭৬০৭৪৮৩৮৬৩৮৩০৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৬৮৫১৪৮৭৩৬৫২৮ টি কোয়েরী চলেছে