S01E03 পর্যন্ত দেখলাম। নাথিং স্পেশাল।
বোরিং। স্টোরীলাইনে তেমন ইন্টারেস্টিং কিছু পেলাম না এখনো পর্যন্ত, অগভীর খাপছাড়া প্লট। স্ট্রেঞ্জার থিংস-এর আধাখ্যাঁচড়া ইনটেলেকচুয়াল, এ্যাডাল্ট ক্লোন হবার জন্য একটু ডেসপারেট চেষ্টা মনে হলো...
বৃট মার্লিংয়ের অভিনয়ের ফ্যান, তবে এই সিরিয়ালে তার কাজ another earth-এর ধারেকাছেও যায় নি...
মনে হয় সিরিয়ালটির কৃয়েটর-রা নিজেরাই শো-টা দেখার পর টের পাচ্ছিলেন এটা ফ্লপ খাবে, তাই বুঝি স্ট্রেঞ্জার থিংস-এর সাথে অনর্থক তুলনা টেনে পাবলিককে গেলানোর প্রচেষ্টা... 
এটাকে সাইফাই তকমা দিলো কোন বেকুব? এরকম এ্যাণ্টি-সাইন্স স্টোরীলাইন যদি সাইফাই হয়, তবে ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশবাদী... 
5 minutes and 47 seconds after:

অনেক বছর পরে ইভিল ডেড জন্রা-টা দেখার কারণে সীযন ১-টা ভালোই লেগেছিলো। তবে লেবু বেশি কচলালে যেমনটি হয়ে যায়, সীযন ২-ও লেমোনেডের বদলে তিতকুটে রস হয়ে গেছে। নতুন কিছুই নেই। সেই একই কাহিনী, একই ধরণের এ্যাকশন।
কেবল এ্যাশের বম্বাস্টিক, কমেডিক ডায়ালগগুলোই শুধু সামান্য কিছু বিনোদন জুগিয়েছে।
এটাকে আবার সীযন ৩-তে টেনে নিচ্ছে...
তিতা রসকে মনে হয় একেবারে হোমিওপ্যাথিক গ্রেডের তিতা বানিয়ে ছাড়বে! 
Calm... like a bomb.