Re: সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
ক্রিমিনাল মাইন্ড এর মোট ১১ সিজন দেখলাম (১১*২৩-২৪)। জিনিশটা ভালোই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
ক্রিমিনাল মাইন্ড এর মোট ১১ সিজন দেখলাম (১১*২৩-২৪)। জিনিশটা ভালোই
No Limit
এই ফরাসী স্পাই থ্রিলারের নায়ক ভিনসেন্ট যাকে মারাত্মক ব্রেইন টিউমারের কারণে সিক্রেট এজেন্টের জগতটা ছেড়ে দিতে হয়। কিছুদিন পরই এক্সপেরিমেন্টাল চিকিৎসার প্রস্তাব নিয়ে আসে এক সরকারী গোপন সংগঠন অবশ্য বিপরীতে তাদের হয়ে লড়তে হবে সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে। নুতন এই জীবন আর মার্সেইয়ে থাকা তার টিনএজ মেয়ে লোলা আর এক্স-ওয়াইফ আলেক্সান্ড্রার সাথে সম্পর্ক কেমন করে সামাল দেয় ভিনসেন্ট তা দেখা যায় এর গল্পে। যারা এখনো আগ্রহী হন নি তারা হয়তো এর পেছনের কারিগরের নাম শুনে আগ্রহী হবেন তিনি হলেন Leon, Nikita খ্যাত Luc Besson।
Mr. Robot SE01 দেখা শুরু করলাম। যথেষ্ট টেকি সিরিজ। অন্তত অন্য মুভির মত রূপকথা মার্কা হ্যাকিং বা টেক প্রোডাক্টের ভিড় নেই
রেটিং ৯
এটা অালেক্স হেলির বিখ্যাত উপন্যাস থেকে করা ১৯৭৭ এর মিনিসিরিজের রিমেক। এখন প্রশ্ন ২০১৬তে এসে কেবল-স্ট্রিমিংয়ের ভাগবাটোয়ারা আর গার্বেজ সুপারহিরোদের ভিড়ে এটা কতটাই বা প্রাসঙ্গিক। কিন্তু সত্যি হল আজকের তথাকথিত সভ্যতা(!)র জন্য কত নিরীহ প্রাণ বলিদান হয়েছে তার ছোট একটা রুপ ফুটে আছে এর কাহিনীতে। আগেরটার চেয়ে এটা অভিনয়, অ্যাকশন আর প্রডাকশন ভ্যালু সবদিকেই এগিয়ে এমনকি মূল কাহিনীর প্রতি বিশ্বস্তায়ও এগিয়ে। আমরা যখন দাসত্ব প্রথা তুলে দেয়ার গৌরবের মধ্যে আসলে দাসত্ব প্রথা নুতন ঢঙে টিকেয়ে রেখেছি তখন অালেক্স হেলির এই ক্ল্যাসিক ২০১৬তেও প্রাসঙ্গিক বটে।
TBBT is back!
গত ১০-১৫ দিন টানা ফ্রেন্ডস দেখছি। আজকে সিজন ১০ শুরু করব। ভাবতেই কষ্ট লাগতেছে আজকে দেখলে সব দেখা শেষ হয়ে যাবে। যা দেখেছি তা এইটা হল সিটকমের বাপ। আগে How I Met Your Mother দেখেছিলাম তাই ওটাও বস লাগছিল। কিন্তু যদি ফ্রেন্ডস দেখে দেখতাম, এতটা ভাল লাগত না, কারণ How I Met Your Mother এর অনেক কিছুই ফ্রেন্ডস থেকে কপি।
নার্কোস ২ টা সিজান ই দেখলাম। মাস্ট ওয়াচ সিরিজ।
তবে আমার কাছে সিজন ২ টা অপ্রয়োজনীয় লেগেছে। হুদাই হিন্দি সিরিয়ালের মত টেনে লম্বা করছে। ইচ্ছা করলে ১ টা সিজন এই পাবলোর কাহিণী খতম করে দিতে পারতো। সবচেয়ে এপিক জিনিষ এই সিরিজের তা হলো DEA Agent মার্ফির ভয়েস ওভার। অসাধারন ডায়ালগ।
রেটিং- ৮/১০ (যদিনা সিজন ২ টেনে লম্বা করতো)
নার্কোস ২ টা সিজান ই দেখলাম
Narcos এখনো দেখি নাই। সিজন ২ এ কি গল্প শেষ ?
গত ১০-১৫ দিন টানা ফ্রেন্ডস দেখছি। আজকে সিজন ১০ শুরু করব। ভাবতেই কষ্ট লাগতেছে আজকে দেখলে সব দেখা শেষ হয়ে যাবে। যা দেখেছি তা এইটা হল সিটকমের বাপ। আগে How I Met Your Mother দেখেছিলাম তাই ওটাও বস লাগছিল। কিন্তু যদি ফ্রেন্ডস দেখে দেখতাম, এতটা ভাল লাগত না, কারণ How I Met Your Mother এর অনেক কিছুই ফ্রেন্ডস থেকে কপি।
ফ্রেন্ডস দেখা থাকায়, হাউ আই মেট বা বিগ ব্যাং যেগুলোই পরে দেখেছি, মনে হতো যে এইটা কপি মারসে, ঐটা কপি মারসে এই অভিনেতা-অভিনেত্রীদের বর্তমান চেহারা দেখলে মেনে নিতে কষ্ট হয়
Narcos এখনো দেখি নাই। সিজন ২ এ কি গল্প শেষ ?
হ্যাঁ, শেষ। তবে সিজন-১ টা বেশি জোস এবং এই সিরিজ আরও দুই সিজনের জন্যে রিনিউ করা হয়েছে নেটফ্লিক্সে।
Narcos S2 আমার কাছে দারুণ লেগেছিলো। ২ দিনে গোগ্রাসে গিলেছিলাম।
শেষ দিকের পর্বগুলো দেখার সময় (Downfall-এ হিটলারের মতো) এসকোবারের জন্য একটু দুঃখ লেগেছিলো।
এই সিযনে বেশ কিছু নতুন চরিত্র এসেছে। মেরাজভাইয়ের সাথে দ্বিমত - একটু লম্বা হয়েছে, তবে বোরিং লাগে নি। বিশেষ করে মরার আগে পাবলো-র তার বাবার ফার্মে ফিরে গিয়ে হেনস্থা হবার ঘটনা, এবং মাটি খুঁড়ে আধ মিলিয়ন পঁচাগলা ডলার বের করার ঘটনাটা পোয়েটিক জাস্টিসের মত লেগেছিলো। তবে কয়েক হাজার ডলার ছিনিয়ে নিতে গিয়ে টানাহেঁচড়ায় মারিৎযা চরিত্রটিকে মেরে ফেলার ঘটনা অপ্রয়োজনীয় লেগেছে - ওটা না হলেই ভালো হতো (যদি না বাস্তবে ঘটে থাকে... ১ম সিযনেও অবশ্য এরকম ছোটো বাচ্চার সামনে মা'কে হত্যা করার একটা দৃশ্য ছিলো বোধহয়)
Narcos এখনো দেখি নাই। সিজন ২ এ কি গল্প শেষ ?
সম্ভবতঃ... তবে একদম শেষ দৃশ্যে মেদেয়িণের বাপ কালী কার্টেল সম্পর্কে একটা টুইস্ট আছে। ওটা যদি S3-তে গড়ায় তবে হুলুস্থুল হবে।
ভাগনার মোরা-র আরো পাকাপোক্ত ফ্যান হয়ে গেলাম। আগে এলিট স্কোয়াড ডুওলজী গুলোতে কর্নেল নাসিমিয়েন্তো চরিত্রে ফাটিয়ে দিয়েছিলো। নারকোসে পেটলা পাবলো-র চরিত্রে অসাধারণ লেগেছে (কলাম্বিয়ান দর্শকরা অবশ্য তার ওপর নাখোশ - তারা কলম্বিয়ান অভিনেতা চেয়েছিলো, এই ব্রেযিলিয়ান পাবলোর এ্যাক্সেণ্ট নাকি মোটেও খাঁটি "পাইসা" নয় - হু কেয়ারস? আমাদের কাছে স্প্যানিশও যা, পর্তুগীযও তা ) S1-এর জন্য গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড পেয়েছিলো সম্ভবতঃ। ইনফ্যাক্ট, ১ম পর্বে অনেকক্ষণ দেখার পরও ধরতেই পারি নি এই চরিত্রটাই মোরা।
ফ্রেন্ডস দেখা থাকায়, হাউ আই মেট বা বিগ ব্যাং যেগুলোই পরে দেখেছি, মনে হতো যে এইটা কপি মারসে, ঐটা কপি মারসে
এই অভিনেতা-অভিনেত্রীদের বর্তমান চেহারা দেখলে মেনে নিতে কষ্ট হয়
এহহে বললেই হলো???
আন্নে ডেইলি শুধু হাঃআঃমে ইঃ পরশনসা করায় আমি আর একজন সাজেস্ট করায় আন্নে ফ্রেন্ডস দেখলেন সেইদিন...... আর কইতেছেন আগে দেখছেন!!! মানলাম না
তার ছেড়া কাউয়া লিখেছেন:ফ্রেন্ডস দেখা থাকায়, হাউ আই মেট বা বিগ ব্যাং যেগুলোই পরে দেখেছি, মনে হতো যে এইটা কপি মারসে, ঐটা কপি মারসে
এই অভিনেতা-অভিনেত্রীদের বর্তমান চেহারা দেখলে মেনে নিতে কষ্ট হয়
এহহে বললেই হলো???
আন্নে ডেইলি শুধু হাঃআঃমে ইঃ পরশনসা করায় আমি আর একজন সাজেস্ট করায় আন্নে ফ্রেন্ডস দেখলেন সেইদিন...... আর কইতেছেন আগে দেখছেন!!! মানলাম না
সিরিয়াসলি? একখান কথা কানে কানে কই, আমি হাউ আই মেট কোন এপিসোডই পুরা দেখি নাই শুধু বার্নি স্টিনসেনের অংশগুলা দেখসি
@ইনভারব্রাস ভাইঃ ওয়াগনার মোরা-কে আগে চিনতাম না। কিন্তু নারকোস দেখে আমিও ওর জাবরা-ফ্যান। এলিট-ফোর্স দেখলাম। এই লোক দুর্দান্ত! ও স্প্যানিশ জানতোনা। ছিলো অনেক শুকনা। পরিচালক বন্ধু মানুষ (এলিট ফোর্সের ডাইরেক্টর বা প্রডিউসর)। তাই ওকে নিয়েছিলো। বেচারা কলম্বিয়ায় একটা ইউনিভার্সিটিতে গিয়ে ছয়মাসের স্প্যানিশ ভাষা কোর্স করেছে এবং সে সময় চিজ-বার্গার খেয়ে খেয়ে ভুঁড়ি বানিয়েছে(২০ পাউন্ড গেইনড)। এখন আবার চিকন হবার মিশনে নেমেছে এবং সে ব্যাপক খুশি যে, অবশেষে পাবলো এসকোবার ওর বডি থেকে বিদায় নিয়েছে
আমি মনেহয় না নারকোস-৩ বা ৪ সিজন দেখবো। ওয়াগনার মোরা থাকবেনা এইটা মানতে পারতেসি না
NCIS এর সিজন ১২ তে আছি
বিশেষ করে মরার আগে পাবলো-র তার বাবার ফার্মে ফিরে গিয়ে হেনস্থা হবার ঘটনা, এবং মাটি খুঁড়ে আধ মিলিয়ন পঁচাগলা ডলার বের করার ঘটনাটা পোয়েটিক জাস্টিসের মত লেগেছিলো।
এজন্যই আমি বাদে সবার কাছে সিজান ২ ভালো বেশি লেগেছে। আমার এই বিষয়গুলোই বিরক্ত লেগেছে। রিতিমত টেনে টেনে দেখেছি এই যায়গাগুলো
দুইটি নতুন টিভি সিরিজের পাইলট দেখলাম
Designated Survivor
গল্পঃ USA প্রেসিডেন্ট সহ পুরা কেবিনেট কে হত্যা করা হয়েছে। এখন কেবিনেটের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য যাকে সেফ করে রাখা হয়েছিল এমন পরিস্থিতির জন্য। সে USA প্রেসিডেন্ট হয়ে যায়।
নায়ক হচ্ছে "24" টিভি সিরিজের মুল অভিনেতা।
আমার কাছে FBI, CIA, হোয়াট হাউজে হামলা ওয়ালা Tv ও মুভি ভালো লাগে তাই এটাও চরম লাগলো।
MacGyver 2016
USA এর ব্লাক অপারেটিভ সংস্থা DXS । এর এজেন্ট হচ্ছে MacGyver । অবশ্য পাইলট এপিসোড শেষে DXS কে বিলুপ্ত করে আরেকটা ব্লাক অপারেটিভ সংস্থাতে MacGyver এর টীম কে পাঠানো হয়। টীমে আছে হ্যাকার - টেক সাপোর্ট দেবার জন্য এবং এক্স -ডেল্টা আছে বডিগার্ড কাম ড্রাইভার হিসেবে।
সব কিছুই জেমস বন্ডের মতোই কিন্তু তফাৎ হচ্ছে তার যন্ত্রপাতি বানানো জন্য কোন mr.Q নাই।
ছোট ছোট জিনিস দিয়ে তার কাজ চলে যায়।
পুরান MacGyver থেকে এটা ভালো কিনা বলতে পারবো না কারণ অনেক বাচ্চাকালে দেখেছি এখন মনে নাই। কিন্তু নতুন MacGyver এর একশন ভালো। এডিট অনেক ফাস্ট ইচ্ছা করলে ৪০ মিনিটের গল্প ৫০ মিনিটে টানা যেত।
Westworld এর পাইলট দেখলাম।
বর্তমানে Westworld বহুল আলোচিত হবার কারণ এর Creator হচ্ছে Jonathan Nolan এবং এটি HBO এর প্রোজেক্ট।
ট্রেলার দেখে মনে করে ছিলাম থীম ইন্সেপশনের মতো স্বপ্ন নিয়ে মুভি। কিন্তু এটা গত বছর মুক্তি পাওয়া মুভি Vice (2015) এর থীমের মতো। একটা ভার্চুয়াল শহরে মানুষ রুপি রোবট থাকে। সেখানে আসল মানুষ গিয়ে রোবটদের হত্যা করে, রেপ করে কিন্তু রোবটরা কোন জীবন্ত জিনিস হত্যা করতে পারে না।
কিন্তু পাইলট পর্ব শেষে এক রোবট একটি মাছি মারার সিনটির মধ্যে দিয়ে অনেক বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ??
প্রচুর পরিমানে নগ্নতা আছে। তাই নিরাপদে বসে দেখবেন।
Westworld (1973) মুভি থেকে এটা এডাপ করা হয়েছে।
রেটিং ৮/১০
আমার দেখা সবচেয়ে বাজে টিভি সিরিজ সুপারগার্ল স্টারপ্লাসের চুইংগাম টাইপ সিরিজগুলাও এর থেকে বেটার। অন্তত সুন্দরী ললনাদের তো দেখা যায়
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
০.০৭৮৭৮৫৮৯৬৩০১২৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৯১.৯৪০১৮১৮১১৫৭৯ টি কোয়েরী চলেছে