Re: সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
আমি বাংলাকে ভালোবাসি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
Lie to Me
গত মাসে লস্ট দেখা শেষ করেছি। ৬ বছর ব্যাপি চলা সিরিজ ৩ মাসে দেখা শেষ। সর্বমোট ১৫ গিগা
১. bada acha lagta hai serial sony tv
২. saas bina sasural serial sony tv
৩. CID serial sony tv
৪. "গুলশান এভিনিউ" বাংলাদেশের সিরিয়াল
এই গুলো নিয়োমিত দেখতে চেষ্টা করি
সনি টিভি তে আমি সিআইডি ছাড়া আর কিচ্ছু দেখি না
How I Met Your Mothe, season 1-5 দেখে শেষ করলাম কিছুদিন আগে, দারুন সিরিয়াল! নিউ season কবে আসবে কেউ কিছু জানেন?
আমার সারা জীবনের সিরিয়াল এর লিস্ট দেইঃ
১) শুরু করেছিলাম Scrubs দিয়ে। প্রথম কোনো টিভি সিরিয়াল। ২-১ এপিসড দেখার পর আমি পুরাই পাগলের মত দেখা শুরু করলাম। এতো জোশ জোক কেমনে করে!! কমেডির মধ্যে এটা বেস্ট। কমেডির মধ্যে হঠাৎ এমন দুঃখ ঢুকায় দেয়, পুরাই মন খারাপ!! ১০/১০
২) এর পর মনে হয় How I met your mother দেখা শুরু করেছিলাম। এটাও বস। তবে তুলনামুলক ভাবে Scrubs আমার বেশি ভালো লাগে। ৮.৫/১০
৩) Big Bang Theory
কি আর বলবো। শুরুতে একটু বুঝতে কষ্ট হচ্ছিলো কিন্তু এর পর আর কি বলবো। সেই রকম বুদ্ধিদিপ্ত কমেডি। ৮.৫/১০
৪) এবার একটু কমেডি ছেড়ে অন্য জিনিষ দেখা শুরু করি। The Vampire Diaries। আমি তো সহজেই ফ্যান হয়ে যাই। ভ্যম্প্যায়ার সম্পর্কে অনেক খুটিনাটি আছে। আর বিশেষ করে সিজন ২ এর শেষে এমন এক নতুন creature আনে!! সেই রকম চিন্তা এদের। ৯/১০
৫) Dexter
বাপরে বাপ!! সিজন ৫ এর শেষে যে ধাক্কা দেয় !! এই সিরিয়ালটা অনেক রিয়েলিস্টিক লাগে। ১ম সিজনটাও অনেক বস। ৯.৫/১০
৬) Misfits
প্রথম পর্ব থেকেই ভালো লাগা শুরু হয়। জোক গুলা সেই রকম। সিরিয়ালটার কাহিনী এমন যে অনেক রকমের সুপার নেচারাল পাওয়ার দেখতে পাওয়া যায়। অনেক মজার সিরিয়াল। ৮/১০
৭) Modern Family
এটা খুব বেশি জোস না হলেও কিছু কিছু পর্ব অনেক মজার। আর পুরা রিয়েল মনে হয় ক্যমেরার কাজের জন্য।
৮/১০
আসলে ধারাবাহিক কাহিনীঅলা সিরিজ দেখা হয়না।
ডেক্সটার দেখতাম মাঝে মধ্যে। কিন্তু কয়েকটা পর্ব মিস হয়ে যায় তাছাড়া কয়েকটা পর্ব সবার সামনে দেখাও যায়না।
আচ্ছা ডেক্সটার একটা পর্বে বলে সে সেক্স বুঝেনা। পরে আরেকটা পর্বে দেখা ঠিকই করে। কারন কি?
নিউজ ও টক শো এর জ্বালায় বাংলা টিভি চ্যানেল দেখা প্রায় বন্ধ। বাংলা চ্যানেল দিলেই দেখি নিউজ আর টক শো হয় সারাটা দিন। একি কান্ড!
হিন্দি সিরিয়াল দেখি না বললেই চলে তবে টিভি ছাড়লে যখন দেখি সারাক্ষন নিউজ চলতে থাকে তখন রিমোট টিপে কিছুক্ষন স্টার প্লাস, কিছুক্ষন সনি, কিছুক্ষন স্টার ওয়ান, কিছুক্ষন ইএসপিএন এভাবে এই চ্যানেল সেই চ্যানেল ঘুরে টিভি বন্ধ করে দিই।
সম্প্রতি ইংরেজী সিরিয়াল একটা দেখেছি। The Vampire Diaries এর সিজন ১ ও ২ । সিজন ৩ মনে হয় সেপ্টেম্বরে শুরু হবে।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
০.০৫৩৯৬৫০৯১৭০৫৩২২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৪৩৬৭৪০৮৪৮০৮২ টি কোয়েরী চলেছে