আমার সারা জীবনের সিরিয়াল এর লিস্ট দেইঃ
১) শুরু করেছিলাম Scrubs দিয়ে। প্রথম কোনো টিভি সিরিয়াল। ২-১ এপিসড দেখার পর আমি পুরাই পাগলের মত দেখা শুরু করলাম। এতো জোশ জোক কেমনে করে!! কমেডির মধ্যে এটা বেস্ট। কমেডির মধ্যে হঠাৎ এমন দুঃখ ঢুকায় দেয়, পুরাই মন খারাপ!! ১০/১০
২) এর পর মনে হয় How I met your mother দেখা শুরু করেছিলাম। এটাও বস। তবে তুলনামুলক ভাবে Scrubs আমার বেশি ভালো লাগে। ৮.৫/১০
৩) Big Bang Theory
কি আর বলবো। শুরুতে একটু বুঝতে কষ্ট হচ্ছিলো কিন্তু এর পর আর কি বলবো। সেই রকম বুদ্ধিদিপ্ত কমেডি। ৮.৫/১০
৪) এবার একটু কমেডি ছেড়ে অন্য জিনিষ দেখা শুরু করি। The Vampire Diaries। আমি তো সহজেই ফ্যান হয়ে যাই। ভ্যম্প্যায়ার সম্পর্কে অনেক খুটিনাটি আছে। আর বিশেষ করে সিজন ২ এর শেষে এমন এক নতুন creature আনে!! সেই রকম চিন্তা এদের। ৯/১০
৫) Dexter
বাপরে বাপ!! সিজন ৫ এর শেষে যে ধাক্কা দেয় !! এই সিরিয়ালটা অনেক রিয়েলিস্টিক লাগে। ১ম সিজনটাও অনেক বস। ৯.৫/১০
৬) Misfits
প্রথম পর্ব থেকেই ভালো লাগা শুরু হয়। জোক গুলা সেই রকম। সিরিয়ালটার কাহিনী এমন যে অনেক রকমের সুপার নেচারাল পাওয়ার দেখতে পাওয়া যায়। অনেক মজার সিরিয়াল। ৮/১০
৭) Modern Family
এটা খুব বেশি জোস না হলেও কিছু কিছু পর্ব অনেক মজার। আর পুরা রিয়েল মনে হয় ক্যমেরার কাজের জন্য।
৮/১০