Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
নাচতে না জানলে উঠান বাঁকাই মনে হয়! ম্যাচ তো হারছে সেই চতুর্থ দিনেই। ব্যাটসম্যানদের কান্ডজ্ঞান হীনতা হল মুল কারন।
এতটা কঠিন না হয়ে বাংলাদেশ টিমকে কিছুটা বেনিফিট অব ডাউট দেয়া উচিত। অভিজ্ঞতার ফলেই ইংল্যান্ড জিতেছে এটা মানতে সমস্যা কোথায়? বেশি বেশি খেললেই অভিজ্ঞতা হবে।
https://en.wikipedia.org/wiki/England_c … 2%80%9319)
ইংল্যান্ড শুধু ২০১৬ সালেই ১০ টা টেস্ট খেলেছে আর ২০১৫ সাল ধরলেতো...সেখানে বাংলাদেশ কোথায় ? খেলোয়াড় প্রতি অভিজ্ঞতায়ও বাংলাদেশের এগিয়ে থাকার সুযোগ কমই। (ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কতটা শক্তিশালী সেটা নিশ্চয়ই আপনার জানা আছে) একটু খেয়াল করলেই দেখতেন যে সকালের সেশনে কোন দলই দাড়াতে পারে নি। তাই বাংলাদেশ হয়তো চতুর্থ দিনেই খেলাটা শেষ করতে চেয়েছিল। আপনার কারনটাকে মেনে নিলেও সমাধান হচ্ছে ঐ বেশি বেশি খেলা না খেলে নিশ্চয়ই কান্ডজ্ঞান আসবে না। এই রকম মহূর্তের খেলা যত বেশিবার বাংলাদেশ সম্মুখীন হবে তত তাদের সিদ্ধান্ত গ্রহনে পরিপক্কতা আসবে।