Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
দেখা যাবে শেষের ৫ উইকেট ২০ রান ও করতে পারবেনা!!
সাকিব ও সাব্বির শেষ ভরসা। বাকি চার জন মিলে ৫ রানও করতে পারবে বলে মনে হয় না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
দেখা যাবে শেষের ৫ উইকেট ২০ রান ও করতে পারবেনা!!
সাকিব ও সাব্বির শেষ ভরসা। বাকি চার জন মিলে ৫ রানও করতে পারবে বলে মনে হয় না।
আমি হলে এভাবে নিতাম, ডেডিক্যাট ব্যাটসম্যান তিন জন, ডেডিক্যাট বলার দুজন, কিপার, আর বাকি ৬ জন অল রাউন্ডার। অল রাউন্ডারদের মধ্যে ৩জন ব্যাট প্রধান, আর ৩জন বল প্রধান। মানে হল এই ৯ নাম্বার ব্যাটস্ ম্যান পর্যন্ত প্রতেকে সেন্সুরি করে আসার ক্ষমতা থাকেত হবে। প্রতিদিন সেন্সুরী করাটা বড় কথা নয়, খেলোয়ারের সেন্সুরী করার ক্ষমতা থাকাটা বড় কথা। আমি ৭ নাম্বারে বেট করতে নামি কিন্তু কিন্তু বেটের উল্টা বাও জানি না, ক্রিজে যাওয়ার সময় পকেটে বল, হাতে চুষনি নিয়া যাই... এটা কোন কাজের প্লান না।
মুশফিকের আউটটা ফালতু টাইপের বলে ছিলো। ৩৭৫ বা ৪০০ করতে পারলে বাংলাদেশ এই টেস্ট জিতবে।
যতদিন না এক ম্যাচ বা দুই ম্যাচ দিয়ে হিরো/জিরো বানানো বন্ধ না হবে ততদিন ভারসাম্যপূর্ণ দল পাওয়া মুশকিল। কোথায় এখন এনামুল হক বিজয়, সোহাগ গাজী, আবুল হোসেন, আবু হেনা রনি? এখন গনমাধ্যমে এদের কোন খোঁজ নেই। টেস্টে বোলিং সমস্যাতো নুতন না। তারচেয়েও বড় কথা সারাবছর খেলার মধ্যে না রেখে আচমকা সিরিজে অসাধারণ কিছুর আশা করাটা...
ইংল্যান্ডের শেষ টেসট খেলেছে ১মাস আগে আর বাংলাদেশ গত বছর। ওয়ানডেও তাই আফগানিস্তানকে ডেকে এনে বছরের না খেলার ঘাটতি মেটানো যায় না।
দেখা যাবে শেষের ৫ উইকেট ২০ রান ও করতে পারবেনা!!
আপনার কথা একেবারেই মিথ্যা প্রমাণ করে ২৭ রান করলো বাংলাদেশ
বাংলাদেশ ১০০-১৫০ রানের মধ্যে আগামীকাল প্যাকেট হয়ে যাবে।
বাংলাদেশ ১০০-১৫০ রানের মধ্যে আগামীকাল প্যাকেট হয়ে যাবে।
সেরকমই মনে হচ্ছে
এই ইংল্যান্ড দলের বিশেষত্ব হচ্ছে এদের এগারোজনই ব্যাটসম্যান। সম্ভবত প্লেয়িং XI এর সবারই ফার্স্টক্লাস হান্ড্রেড আছে! অথচ বাংলাদেশ দলে মিরাজ পর্যন্তই ভরসা। যদিও আন্ডার ১৯ আর ডমেস্টিক ম্যাচগুলো টুকটাক ফলো করে আমার মনে হয়েছে মিরাজ আসলে ব্যাটিংয়ে ততটা নির্ভরযোগ্য না(লাইক মোসাদ্দেক)। সাব্বিরের টেম্পারমেন্টও টেস্টের উপযোগী না। সুতরাং পুরোটাই নির্ভর করছে টপ সিক্সের উপর।
আহা দুই দিন সময়.... এই মুহুর্তে দ্রাবির কে দরকার...
8 minutes and 53 seconds after:
দেখ ওরা খেলতে নামছে টি টুয়ান্টি!
52 minutes and 40 seconds after:
আমি জানতাম বল পুরানো/সফ্ট হলে স্পিনারা বেশী সুবিধা পায়, এখন দেখতেছি তার উল্টা! ... বল সফ্ট হতে কয় ওভার লাগে?
আগামীকাল কে মনে হচ্ছে বাংলাদেশ দল কোন বিয়ে দাওয়াত পেয়েছে তাই খেলা ৫০ ওভার এর আগেই শেষ করার ইচ্ছা। যেই গতিতে রান ও উইকেট পরছে তাতে খেলা ১০০% আজকেই শেষ হবে।
আমি জানতাম বল পুরানো/সফ্ট হলে স্পিনারা বেশী সুবিধা পায়, এখন দেখতেছি তার উল্টা!
সেটাই তো !!
ড্রেসিংরুম থেকে কেউ একজন পানি নিয়ে এদের দুইজনের কাছে গিয়ে বলে না কেন "ভাই, আপনারা কামটা ঠিক করতেছেন না। এইটা ৫০ ওভার না, টেস্ট ম্যাচ।"
সাকিবও গেল! সম্ভবত আর ২০ রানেই খেল খতম হয়ে যাবে
নামসে আর একজন। ব্যাপারটা যখন প্রাইভেট তাড়াতাড়ি আউট হয়ে যাই, Oscar খাই।
৬ নাম্বার ডাউন। এখন শেষ চার বোলার কত দূর নিতে পারে তা দেখার বিষয়
মিরাজ আউট। শুরু হয়ে গেছে ।
৩৩ রান, ১ রাত ১ দিন, ২ উইকেট।
ঘুমালাম দুই উইকেটে উঠে দেখি সব শেষ!
৩৩ রান, ১ রাত ১ দিন, ২ উইকেট।
অন্য যে কোন দলের জন্য এটা পানি ভাত। কিন্তু বাংলাদেশের জন্য অসম্ভব ব্যাপার। বাংলাদেশ টিম হল হিন্দু ব্রামহ্মনদে মত জাত পাত বিচার করা টিম। বলার ব্যাটসম্যান আলাদা জাত। একটার সাথে আরকেটা মিশলে জাত যাবে!
সাব্বির ব্যাট করার চান্স নিচ্ছে না। খালি তাইজুল কে ঠেলে দিচ্ছে
এই টেস্টে ভয়াবহ আম্পায়ারিং দেখলো বিশ্ব। রিভিউ সিস্টেম না থাকলে পুরা অন্য স্কোর কার্ড হতো খেলার।
এই টেস্টে ভয়াবহ আম্পায়ারিং দেখলো বিশ্ব। রিভিউ সিস্টেম না থাকলে পুরা অন্য স্কোর কার্ড হতো খেলার।
নাচতে না জানলে উঠান বাঁকাই মনে হয়! ম্যাচ তো হারছে সেই চতুর্থ দিনেই। ব্যাটসম্যানদের কান্ডজ্ঞান হীনতা হল মুল কারন।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
০.০৭৮১৪৪৭৮৮৭৪২০৬৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৪৫৭৩২৩৭১২৫৬১ টি কোয়েরী চলেছে