Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
আমি হলে এভাবে নিতাম, ডেডিক্যাট ব্যাটসম্যান তিন জন, ডেডিক্যাট বলার দুজন, কিপার, আর বাকি ৬ জন অল রাউন্ডার। অল রাউন্ডারদের মধ্যে ৩জন ব্যাট প্রধান, আর ৩জন বল প্রধান। মানে হল এই ৯ নাম্বার ব্যাটস্ ম্যান পর্যন্ত প্রতেকে সেন্সুরি করে আসার ক্ষমতা থাকেত হবে। প্রতিদিন সেন্সুরী করাটা বড় কথা নয়, খেলোয়ারের সেন্সুরী করার ক্ষমতা থাকাটা বড় কথা। আমি ৭ নাম্বারে বেট করতে নামি কিন্তু কিন্তু বেটের উল্টা বাও জানি না, ক্রিজে যাওয়ার সময় পকেটে বল, হাতে চুষনি নিয়া যাই... এটা কোন কাজের প্লান না।
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
মুশফিকের আউটটা ফালতু টাইপের বলে ছিলো। ৩৭৫ বা ৪০০ করতে পারলে বাংলাদেশ এই টেস্ট জিতবে।
৪৪ ২২-১০-২০১৬ ০০:১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন Gypsy Saleh (২২-১০-২০১৬ ০০:২৩)
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
যতদিন না এক ম্যাচ বা দুই ম্যাচ দিয়ে হিরো/জিরো বানানো বন্ধ না হবে ততদিন ভারসাম্যপূর্ণ দল পাওয়া মুশকিল। কোথায় এখন এনামুল হক বিজয়, সোহাগ গাজী, আবুল হোসেন, আবু হেনা রনি? এখন গনমাধ্যমে এদের কোন খোঁজ নেই। টেস্টে বোলিং সমস্যাতো নুতন না। তারচেয়েও বড় কথা সারাবছর খেলার মধ্যে না রেখে আচমকা সিরিজে অসাধারণ কিছুর আশা করাটা...
ইংল্যান্ডের শেষ টেসট খেলেছে ১মাস আগে আর বাংলাদেশ গত বছর। ওয়ানডেও তাই আফগানিস্তানকে ডেকে এনে বছরের না খেলার ঘাটতি মেটানো যায় না।
৪৫ ২২-১০-২০১৬ ১১:০৯ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২২-১০-২০১৬ ১১:১০)
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
বাংলাদেশ ১০০-১৫০ রানের মধ্যে আগামীকাল প্যাকেট হয়ে যাবে।
৪৭ ২৩-১০-২০১৬ ০৮:৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২৩-১০-২০১৬ ১০:১২)
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
৪৯ ২৩-১০-২০১৬ ১১:৫৬ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২৩-১০-২০১৬ ১১:৫৭)
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
ড্রেসিংরুম থেকে কেউ একজন পানি নিয়ে এদের দুইজনের কাছে গিয়ে বলে না কেন "ভাই, আপনারা কামটা ঠিক করতেছেন না। এইটা ৫০ ওভার না, টেস্ট ম্যাচ।"
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
সাকিবও গেল! সম্ভবত আর ২০ রানেই খেল খতম হয়ে যাবে
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
নামসে আর একজন। ব্যাপারটা যখন প্রাইভেট তাড়াতাড়ি আউট হয়ে যাই, Oscar খাই।
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
৬ নাম্বার ডাউন। এখন শেষ চার বোলার কত দূর নিতে পারে তা দেখার বিষয়
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
মিরাজ আউট। শুরু হয়ে গেছে ।
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
৩৩ রান, ১ রাত ১ দিন, ২ উইকেট।
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
সাব্বির ব্যাট করার চান্স নিচ্ছে না। খালি তাইজুল কে ঠেলে দিচ্ছে
Re: বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
এই টেস্টে ভয়াবহ আম্পায়ারিং দেখলো বিশ্ব। রিভিউ সিস্টেম না থাকলে পুরা অন্য স্কোর কার্ড হতো খেলার।