টপিকঃ PyDSnap - ওপেনসোর্স ঢাকা/চিটাগং স্টক এক্সচেন্জ ডেটা ক্যাপচার স্ক্রিপ্ট
http://www.mediafire.com/file/zo1jzhynqmx/pydsnap-0.3.zip
http://rapidshare.com/files/359149910/pydsnap-0.3.zip
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » PyDSnap - ওপেনসোর্স ঢাকা/চিটাগং স্টক এক্সচেন্জ ডেটা ক্যাপচার স্ক্রিপ্ট
http://www.mediafire.com/file/zo1jzhynqmx/pydsnap-0.3.zip
http://rapidshare.com/files/359149910/pydsnap-0.3.zip
শেয়ার বাজারের ব্যাপারটাই বুঝিনা।
অনেক ধন্যবাদ। ট্রাই করে দেখি।
সুন্দর জিনিস। ধন্যবাদ ইনভার ভাই। সামনে আরো এমন কিছু আবিস্কার করবেন।
হয়তো আপনার লেভেলে অনেক তথ্য বহুল পোষ্ট, তবে আমার মতো গাধাদের মাথার উপর দিয়াই গেল। ষ্টক একচেন্জের ডাটা ক্যাপচার স্ক্রিপ্ট আমাদের কি কাজে আসবে। আন্দাজেই ধরে নিচ্ছি এটা দিয়ে ওই ষ্টক একচেন্জের ডাটা বেইজ থেকে ডাটা নামিয়ে নিজের পিসিতেই ওদের মত একখান ডাটাবেইজ হয়ে যাবে, কিন্তু সে আপডেট ক্যামনে হবে, বা সোজা ভাষায় এর আসল ফযিলতটা কি পাব আপরা। এত্তো কষ্ট করে শেখানোর চেষ্টার পরে আমাদের এমন উদ্ভট টাইপের প্রশ্ন শুনে মাইন্ড খাবেননা প্লিজ।
এটা যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন তাদের জন্য। এটা আমি লিখেছি, কিন্তু এটা আমার কোন কাজের না। আমি নিজে এটা ব্যবহার করি না। সবাইকে সবকিছু ব্যবহার করতে হয় না। এখানে আরও অনেকে আছেন, যারা এটা ব্যবহার করবেন।
আজকে ব্যবহার করলাম কিন্তূ একবারের বেশী ডাটা ক্যাপচার হয়না একবার ডাবল ক্লিক করলে। স্বপ্নচারী ভাইয়ের প্রথম কোডটা ভালো ভাবে কাজ করেছিলো
এটা একবারই ডাউনলোড করবে। আমার আগের স্ক্রিপ্ট বাতিল হয়ে যায়নি। ওটাও চলবে। ওটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওটা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আর এটা সরাসরি ডিএসই, সিএসই সাইট থেকে ডাউনলোড করে।
তবে ইনভারব্রাস ভাই সিএসই ডাউনলোডে সমস্যা পেয়েছেন। যেখান থেকে ডাটা ডাউনলোড করা হচ্ছে, সেটা সবসময় একই ফরম্যাটে থাকছে না। ফলে সিএসই ডাটা সঠিক নয়।
ধুর মনটাই খারাপ লাগছে আপনারা কিছু চাইলেই করে ফেলতে পারেন আর আমি কিছুই পারিনা।
অনেক ধন্যবাদ।
এবার পোর্টফোলিও ম্যানেজার টা বানিয়ে দেন তাহলে আর দোরে দোরে ঘুরতে হবে না।
আমি অভিভূত।
বিশাল একটা কাজ করেছেন।
ধন্যবাদ এর চাইতে বেশি কিছু আপনাদের পাওনা।
আমি অবশ্য ইনট্রাডে ইউজ করিনা। তবে ভবিষ্যতে হয়ত কাজে লাগাব।
ফিক্স করা হয়েছে। নতুন লিংক:
http://www.mediafire.com/file/zo1jzhynqmx/pydsnap-0.3.zip
http://rapidshare.com/files/359149910/pydsnap-0.3.zip
ধন্যবাদ এটা কাজ করছে। এবার ভাবছি পাইথন শিখবো।
ইনভারব্রাস, এখানে থ্রেডিংয়ের প্রয়োজনীয়তাটা বুঝতে পারলাম না।
আপনি ঠিকই ধরেছেন।
আমি আসলে একই সাথে ডিএসই এবং সিএসই কনকারেন্টলী ক্যাপচার করার কথা চিন্তা করেছিলাম - এ কারণেই মাল্টিথ্রেডিং-এর দিকে গিয়েছি (প্রতিটি এক্সচেন্জের জন্য ডেডিকেটেড থ্রেড)।
তবে এখন যেহেতু সিএসই-র রিয়েলটাইম ডেটা ক্যাপচার করা যাচ্ছেনা, শুধু ডিএসই-র জন্য থ্রেডিং-এর উপযোগীতা তেমন একটা নেই। সিম্পল লুপিং করলেও চলবে।
ইনভারব্রাস ,সারীম্ ,মাজহার,স্বপ্নচারী ভাই সবাই কে প্রচেস্টা ও সাফল্যে ধন্যবাদ ও শুভেচ্ছা ।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » PyDSnap - ওপেনসোর্স ঢাকা/চিটাগং স্টক এক্সচেন্জ ডেটা ক্যাপচার স্ক্রিপ্ট
০.০৪০২০৪০৪৮১৫৬৭৩৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬২.৪৬৬৪৬৬২০৯৬৪৫ টি কোয়েরী চলেছে