Re: AmiBroker DSE, CSE ইমপোর্ট টুল
দেশে এ্যামীব্রোকার ব্যবহার করে এ্যাক্টিভলী ট্রেড করছে এরকম ট্রেডার (সিএসই, ডিএসই মিলিয়ে) আনুমানিক কত হবে?
নাসিম ভাইয়ের ভিপিএস-এর রিয়েলটাইম ফীড আইডিয়াটা ভালো লেগেছিলো। একটা আইডিয়া মাথায় ঘুরছে কয়েকদিন ধরে, শেয়ার করি:
আমরা যদি এ ধরণের একটি সার্ভিস সিরিয়াসলী চালু করতে পারি তাহলে কেমন হয়? এই সার্ভার থেকে ইন্ট্রাডে ফীড পাওয়া যাবে, এছাড়া হিস্টোরিকাল ডেটাও যোগ করা যেতে পারে। EOD-ও থাকবে।
তবে এটা মেইনটেইন করতে ভালো খরচ পড়বে। যা বুঝতেছি, রিয়েলটাইম ফীড করতে গেলে সিপিইউর উপর প্রচুর প্রেশার পড়বে। শেয়ার্ড হোস্টিং একদম হিসাবের বাইরে (প্রথম মাসেই হয়তো হোস্টিং কোম্পানী থেকে এ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে) ভিপিএস দিয়েও হবে কিনা সন্দেহ, পুরো ডেডিকেটেড সার্ভারই লাগতে পারে। এছাড়া বিরাট ব্যান্ডউইথও লাগবে। আবার হিস্টোরিকাল ডেটা যদি সিকিউর রাখতে হয় তাইলে আবার ব্যাকআপের ব্যবস্থাও করতে হবে (এইটার জন্য ছোটোখাটো একটা ভিপিএস হইলেই চলবে)।
সাইটের সাথে একটা ডেস্কটপ মিডলওয়্যার ক্লায়েন্ট থাকবে যেটা এই ওয়েবসাইট থেকে এ্যামীব্রোকারে RT এং অন্যান্য ডেটা অটো-ইম্পোর্ট করবে (অথবা সরাসরি এ্যামীব্রোকারের জন্য প্লাগইন-ও বানানো যায়)
এই সার্ভিস যদি মাসিক পেইড সাবস্ক্রিপশন হিসাবে চালু করা হয় তাইলে কেমন হয়? রেসপন্স কেমন পাওয়া যাবে? আইডিয়াটা কেমন? ইন্ডিয়াতে যা বুঝতেছি, ওদের ঐখানে এই রকম পেইড সার্ভিস বেশ কয়েকটা আছে।