Re: AmiBroker DSE, CSE ইমপোর্ট টুল
সারিম, তোমার ওপেনসোর্সের সোর্স কোথায? সোর্স না দিতে চাইলে ওপেনসোর্স শব্দটা মুছে দাও। একটা কমেন্ট করেছিলাম তোমার সাইটে এ ব্যাপারে, সেটাও এপ্রুভ করো নাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » AmiBroker DSE, CSE ইমপোর্ট টুল
সারিম, তোমার ওপেনসোর্সের সোর্স কোথায? সোর্স না দিতে চাইলে ওপেনসোর্স শব্দটা মুছে দাও। একটা কমেন্ট করেছিলাম তোমার সাইটে এ ব্যাপারে, সেটাও এপ্রুভ করো নাই।
গুড নিউজ! এ্যামীব্রোকারে অটোমেটিক ডেটা ফীড করার তরিকা বের করে ফেলেছি! DDE ছাড়াই করেছি! আপাতত: উইন্ডোজ পাওয়ারশেল থেকে সহজ ভাইয়ের লিংক থেকে হিস্টোরিকাল সিএসভি ডেটাগুলো ইমপোর্ট করলাম - কাজ হচ্ছে।
এ্যামীব্রোকার সাইটের (প্রায় ইউজলেস) ম্যানুয়াল পড়ে যতদূর বুঝতে পারছি, DDE-র কিছু লিমিটেশন আছে - এটা দিয়ে কেবল রিয়েলটাইম ডেটা ইমপোর্ট করা যায়। হিস্টোরিকাল ডেটা ব্যাকফিল করা যায় না।
@নাসিম ভাই: ইন্ডিট্রেডার্স ফোরামে forexbd নিক-কি আপনার?
@সারিম: সোর্সকোড লিংক দেবার জন্য ধন্যবাদ। আগামীকাল ডাউনলোড করে দেখবো।
C:\amibtest\abdata
C:\amibtest\csv
Great work Sarim vai.
I tested it just now.
i found no volume column, while using 'without index'.
pls give it another name, DSNAP name is already used by abyss bhai.
আমি সারিম ভাইয়ের টা টেস্ট করলাম কিন্তু ডাটা তো অমিব্রোকারে আপডেট হয়না। অনেক সময় ডাটা ও ক্যাপচার করতে পারে না। আমি জিপি ব্যবহার করি
ধন্যবাদ সবাইকে।
ডাটা সিএসভি ফাইলে আপডেট হবে শুধু। অটোফিড এখনো করা হয় নি।
আমার জুবুন্টু তে ওয়াইন দিয়ে অমব্রোকার ইন্সটল করা।
00dsegen এ ডেট এ সমস্যা ছিল। ঠিক করে দিয়েছি। Close কলাম বাদ গেছিলো ঠিক করে দিয়েছি।
ডাউনলোড করে নিন।
sarimkhan.atwebpages.com/download/dsnap2.1.jar
সোর্স ও আপডেট করে দিয়েছি। আগের অ্যাড্রেসেই।
এবং : NB: STOP Capturing বাটনে সমস্যা আছে। তাই বন্ধ করতে চাইলে STOP Capturing না চেপে EXIT বাটনে চাপুন।
@ইনভারবাস
জটিল কাজ করেছেন। কিন্তু আমার কাছে উইন্ডোজ নাই। তাই টেস্ট করতে পারছি না।
Thanks Sarim vai for quick remedy. So kind of you.
------------------
Thanks to Invarbrass bhai for your creation. Nice effort.
Nshop1 ভাই, মামুন ভাইকে সুখবরটা জানানো দরকার। ইনভারব্রাস ভাই যেটা বানিয়েছেন সেটা মনে হচ্ছে যুগান্তকারী জিনিস। এটা নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।
সারিম ভাই আমার অমিব্রোকারে তো ডাটা আপডেট করলাম কিন্তূ একটা সমস্যা দেখলাম যে স্টক গুলু ট্রেড হয়না সেগুলুও আপনার সিএসভি ফাইলে আছে আপনাকে এই টিকার গুলু বাদ দিতে হবে। যেমন বিডি প্লান্ট
মাজহার ভাই আপনি আর আমি এক সময়ে রিপ্লাই দিলাম। import wizard ব্যবহার করে ই ডাটা আপডেট করলাম কিন্তূ Non traded stock csv তে আছে। এটা ঠিক করতে হবে।
সারিম ভাই আরেকটু কষ্ট করতে হবে।
@ইনভারবাস ভাই
বিশাল কাজ করছেন DSE এর হিস্টরি পরিবর্তন হয়ে যাবে।
আমি শুধু Trades কলামটা ব্যবহার করে ফিল্টারিং করেছিলাম। ঐ কলামে ০ থাকলেই বাদ। Volume দিয়ে করলেও একই ব্যাপার।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » AmiBroker DSE, CSE ইমপোর্ট টুল
০.০৫১৩৯৭০৮৫১৮৯৮১৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৩.৭১৩৮৯৫৫৮১৫৮৪ টি কোয়েরী চলেছে