টপিকঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ৩ টেষ্ট এবং ৩ ওয়ানডে খেলবে।
হাবিবুল বাশার টেষ্ট স্কোয়াডের অপরিহার্য সদস্য কারন বাংলাদেশের মোট টেষ্ট রানের ২০ভাগ রানই তার ব্যাট থেকে আসছে আর সাথে আছে ২৪ ফিফটি। আর যেহেতু টেষ্ট আগে শুরু হবে তাই টেষ্টে ভাল করলে ওয়ানডে দলেও তার যায়গা হতে পারে।
আশাকরি বাশার টেষ্টে তার স্বভাবসুলভ খেলাটা আমাদের উপহার দিবেন। বাংলাদেশের সাফল্য কামনা করছি।:cool:
ম্যাচের সিডিউলঃ
২০-২২ জুন =৩ দিনের ম্যাচকলম্বো
২৫-২৯ জুন =১ম টেষ্ট কলম্বো
৩-৭ জুলাই =২য় টেষ্ট ক্যান্ডি
১৮ জুলাই = প্রস্তুতিমূলক ১দিনের ম্যাচ
২০ জুলাই =১ম ওয়ানডে ম্যাচকলম্বো
২২ জুলাই =২য় ওয়ানডে ম্যাচ কলম্বো
২৪ জুলাই =৩য় ঔয়ানডে ম্যাচ কলম্বো