# এগুলো কোন ধরনের কোর্স বা মান কেমন ?
>> এগুলো প্রফেশনাল কোর্স। মান ভাল।
# ACCA এবং CA এর মধ্যে পার্থক্য কি ?
>> ACCA হচ্ছে The Association of Chartered Certified Accountants আর CA মানে হচ্ছে Chartered Accountant. ACCA পৃথিবীর প্রফেশনাল অ্যাকাউনটেন্টদের প্রথম সারির সংগঠনের একটা। এর রিকগনিশন লেভেল দেখতে এখানে ক্লিক করুন।
# এই কোর্স করার পর চাকরীর ক্ষেত্রটা কেমন হবে ?
>> চাকরির ক্ষেত্রটা অ্যাপ্লাইড অ্যাকাউন্টেন্সি হবে। (প্রশ্নটা যথার্থ হয় নাই)
# বাংলাদেশে এই কোর্স যারা শেষ করেছে তাদের চাহিদা কেমন ?
>> বর্তমানে প্রাইভেট অ্যাকাউন্ট্যান্সি ফার্মগুলোতে ভালোই চাহিদা আছে।
# আমাদের দেশে যেসব ইন্সটিউট এ কোর্সগুলো করায় তাদের মান কেমন হওয়া উচিত ?
>> এই প্রশ্নও যথার্থ হয় নাই। সোজা উত্তর 'ভাল হওয়া উচিৎ'।
# ভর্তির আগে কোর্স বা ইন্সটিটিউট সম্পর্কে কি কি জানা দরকার ?
>> টিচারদের প্রোফাইল জানা প্রয়োজন। অ্যাপ্লাই অ্যাকাউন্টিং এবং থিওরিটক্যাল অ্যাকাউন্টিংয়ের সাথে গভীরতার পার্থক্য আছে। বাংলাদেশের অ্যাকাউন্টিংয়ে মাস্টারস থাকলেও তিনি ACCA ভাল পড়াতে পারবেন এমন কোন কথা নাই। সদ্য CAT পাস করা একজন ছাত্রও অনেক সময় ওই অ্যাকাউন্টিং মাস্টার্স করা শিক্ষকের চাইতে ভাল পড়াতে পারে। (এবং বেশিরভাগ সময় এটাই হয়)
# CAT+ ACCA করতে খরচ কেমন হবে ?
>> ডিপেন্ড করবে আপনার লোকাল টিউশন প্রোভাইডারের ফি এর উপর।
# Oxford Books University এর মান কেমন ?
>> এর র্যাঙ্ক বিশ্বে ১০৭০, ইউরোপে ৪৩৬। টাইমস অনলাইনের Good University Guide -এ এর অবস্থান ৫২/৫৫। হায়ার বিজনেস স্টাডিজে এই ইউনিভার্সিটির সুনাম আছে। আরো ইতিহাস জানার জন্য দেখুন: উইকিপিডিয়া
# শুধুমাত্র CAT করার পর চাকরীর পাওয়া যায় কি ?
>> ইউরোপে এবং অন্যান্য দেশে CAT এর ভাল চাহিদা থাকলেও বাংলাদেশে ভাল চাকরী নাই।
আর একটা কথা পরিষ্কার করে এখনই বলা দরকার। আপনার যদি অপরিসীম ধৈর্য্য এবং রোবটের মত পরিশ্রম করার মত মানসিকতা না থাকে তবে এই কোর্স আপনার জন্য নয়। সেনাবাহিনীতে যেমন দুই দল সেনা থাকে, সাধারণ সৈনিক আর বিশেষ কমান্ডো দল, এই কোর্স হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কমান্ডো কোর্স। ( একটু অপ্রাসঙ্গিকভাবে বলে রাখি প্রতিরক্ষা বাহিনীতে একটা প্রচলিত প্রবাদ "গায়ে ব্যাঙের ছাতা না গজানো পর্যন্ত কমান্ডো হওয়া যায় না।" ) এইখানে যদি আপনি জানকয়লা করা পরিশ্রম না করেন তাহলে ভর্তি হয়ে শুধু শুধু সময় আর পয়সা নষ্ট করাই সার হবে। কাজের কাজ কিছুই হবে না।
এই হাড়ভাঙা পরিশ্রমের কথাটা সাধারণত টিউশন প্রোভাইডাররা একটু চেপে যায় কারণ এতে তারা নতুন স্টুডেন্ট ভর্তি না হয়ে ভেগে যাবার আশংকা করে। কিন্তু পরে দেখা যায় একটু আরামপ্রিয় স্টুডেন্টদের মাথায় বাজ পড়ে। তারও উপর তারা দেখে একই সাথে প্রাইভেট ইউনিভার্সিটির বন্ধুরা কত আনন্দ করে আর তাকে কি গাধার মত খাটতে হয়! এটা মানসিক অস্থিরতা সৃষ্টি করে, তার কাছে এই কোর্স জেলখানার মত মনে হতে থাকে। ফলশ্রুতিতে এক-দেড় বছর সময় এবং পয়সা নষ্ট করার পর তারা ঝরে পড়ে। অতএব, সিদ্ধান্ত নেয়ার আগে ভাল করে ভেবে দেখুন এত কষ্ট আপনার দ্বারা সহ্য হবে কিনা।
" 'কত বড়ো আমি' কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি॥ " - রবীন্দ্রনাথ ঠাকুর