টপিকঃ লিনাক্সের বাংলা বই
বেশ কিছু দিন আগে গুগলে বাংলা সার্চ করতে গিয়ে এই বইটি পাই... এখানে Red Hat Enterprise Linux 4 এর পুরো টিউটোরিয়াল আছে এবং পুরো পুরি বাংলায়... মানে পুরো একটি বই... আসা করছি.. লিনাক্সের নতুন ইউজারদের খুব উপকার হবে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » লিনাক্সের বাংলা বই
বেশ কিছু দিন আগে গুগলে বাংলা সার্চ করতে গিয়ে এই বইটি পাই... এখানে Red Hat Enterprise Linux 4 এর পুরো টিউটোরিয়াল আছে এবং পুরো পুরি বাংলায়... মানে পুরো একটি বই... আসা করছি.. লিনাক্সের নতুন ইউজারদের খুব উপকার হবে।
সো সুইট।;) ধন্যবাদ মনি। আমি এটাকে পিডিএফ এ কনভার্ট করতে শুরু করেছি।
বস্ পিডিএফ কনভার্ট করলে আমাকে একটু দেখায়েন তো... আর বস্ আপনি পিডিএফ কনভার্ট কোন সফটওয়ার দিয়ে করেন..???
এডোবি এক্রোব্যাট বা অনেক ফ্রি সফটওয়্যার আছে এটি করার।
বস্ পিডিএফ কনভার্ট করলে আমাকে একটু দেখায়েন তো... আর বস্ আপনি পিডিএফ কনভার্ট কোন সফটওয়ার দিয়ে করেন..???
মনি, তুমি এখানে চলে যেতে পারো। premoPDF সফ্টওয়্যারটি ডাউনলোড করো। ইনস্টল করলে এটি একটি প্রিন্টার হিসাবে দেখাবে। যেটিকে পিডিএফ এ কনভার্ট করতে চাও সে ফাইল কে পিন্ট কমান্ড দিতে হবে এই premoPDF পিন্টার নির্বাচন করে। লকেশান দেখিয়ে দিলেই । আমি অবশ্য ওয়ার্ড, এক্সেল হতে কনভার্ট করেছি। খুব স্বাচ্ছন্দ বোধ করে।
ও- বাংলা বইয়ের লিংক দেবার জন্য যারপারনাই ধন্যবাদ।
মনিকে ধন্যবাদ এতো হেল্পফুল একটা লিঙ্ক দেয়ার জন্য ।
এখানে পাবেন বর্তমান ভার্সন -
http://www.redhat.com/docs/manuals/ente … index.html
এতে অারও বেশী তথ্য পাবেন। তবে খেয়াল করুন, এটা রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স যা কিনা মূলত সার্ভারকে লক্ষ্য করে তৈরী। এখানে রেডহ্যাট লিনাক্স ইনস্টলেশন পর্যায় সম্পর্কে বলা অাছে, অার কিছু নয়।
উপরন্তু, এটা কিন্তু ফ্রি নয়।
https://www.redhat.com/apps/store/desktop/
এটা কেনার বিনিময়ে সরাসরি রেডহ্যাট থেকে সাপোর্ট পাবেন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » লিনাক্সের বাংলা বই
০.০৫৯৭৯৫৮৫৬৪৭৫৮৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৬৯৪৫২২৩৭২২৩ টি কোয়েরী চলেছে