টপিকঃ নতুন অধিনায়ক আশরাফুল
বাংলাদেশ দলের নতুন অধিনায়ক আশরাফুল ও সহ-অধিনায়ক মাশরাফি। তারা উভয়েই টেস্ট ও ওয়ানডেতে একই ভূমিকা পালন করবেন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » নতুন অধিনায়ক আশরাফুল
বাংলাদেশ দলের নতুন অধিনায়ক আশরাফুল ও সহ-অধিনায়ক মাশরাফি। তারা উভয়েই টেস্ট ও ওয়ানডেতে একই ভূমিকা পালন করবেন।
আমার মনে হয় ভালই হয়েছে। তবে আশরাফুল এর যে অভিজ্ঞতা তা কি যথেষ্ট ?
বাংলাদেশ দলের নতুন অধিনায়ক আশরাফুল : পদটি পাওয়ার পর প্রথম ম্যাচেই ( ২০/২০) যে খেলা দেখিয়েছেন, আমার বুঝতে বাকি নেই তিনি ভবিষ্যতে দল বা দেশকে কী দিবেন? সহ-অধিনায়ক মাশরাফি: ২০/২০ ম্যাচে ভালোই করেছেন এবং ৫০/৫০ ম্যাচে "পোলাককে" আউট করে চমক দেখিয়েছেন।
তাদের দুজনের থেকে ভালো ফলাফলা কামনা করছি।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » নতুন অধিনায়ক আশরাফুল
০.০৪৩৯৩৫০৬০৫০১০৯৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৩৫৭৩৭৩১২৮৪৯৭ টি কোয়েরী চলেছে