সর্বশেষ সম্পাদনা করেছেন মরুভূমির জলদস্যু (০২-০২-২০১০ ০০:৪১)

টপিকঃ সংখ্যা রঙ্গ ১১

Re: সংখ্যা রঙ্গ ১১

ত্বোহা ভাই দেখিয়েছিলেন...
142,857 x 1 = 142,857
142,857 x 2 = 285,714
142,857 x 3 = 428,571
142,857 x 4 = 571,428
142,857 x 5 = 714,285
142,857 x 6 = 857,142

কিন্তু এখানেই শেষ নয়.....
142,857 x 8 = 1,142,856
প্রথম অংক (1) টিকে সরিয়ে নিয়ে শেষ অংক (6) টির সাথে যোগ করে দিন, কি পেলেন আবার সেই 142,857 সংখ্যাটিই চক্রাকারে ঘুরছে।
কিন্তু যদি ৯ দিয়ে গুণ করি.....
142,857 x 9 = 1,285,713
এবার শেষের অংক (3) টিকে সরিয়ে নিয়ে প্রথম অংক (1) টির সাথে যোগ করে দিন,  142,857  সংখ্যাটিই চক্রাকারে ঘুরতে দেখবেন।

১০ দিয়ে গুণ করলে কি হবে?
142,857 x 10 = 142,8570
শেষের (০) বাদ দিয়ে দেন।

এবার দেখি ১১ দিয়ে গুণ করলে কি হয়...
142,857 x 11 = 1,571,427
প্রথম অংক (1) টিকে সরিয়ে নিয়ে শেষ অংক (7) টির সাথে যোগ করে দিন।

১২ দিয়ে গুণ করলে কি আবারো একই রকম হবে!
142,857 x 12 = 1,714,284
প্রথম অংক (1) কে সরিয়ে নিয়ে শেষ অংক (4) এর সাথে যোগ করে দিন। বস এবারো পাওয়া গেছে।

এবার সাহস করে আনলাকি 13 দিয়ে চেষ্ঠা করি....
142,857 x 13 = 1857141
প্রথম অংক (1) কে সরিয়ে নিয়ে শেষ অংক (1) এর সাথে যোগ করে দিন। ১৩ তেতো হলো...এবার ১৪ এর পালা, না থাক। ১৪ দিয়ে আপনি চেষ্ঠা করেন, আমি বরং ১৫তে যাই

142,857 x 15 = 2,142,855
প্রথম অংক (2) কে সরিয়ে নিয়ে শেষ অংক (5) এর সাথে যোগ করে দিন।
আর দেখাবো না। পরের গুলি আপনাদের জন্য। smile

Re: সংখ্যা রঙ্গ ১১

‌এরে সেরেছে এটা কি আকাশ ছুয়ে ফেলবে নাকি?

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত