Re: গুগল ক্রোম ও এস! কী এই বস্তু!
ইনভারব্রাস ভাইয়ের লিংকে গিয়ে তো ভালোই মনে হলো। স্পিড থাকলে এই ওএস ব্যবহারে সমস্যা কি? হার্ডডিস্ক ক্রাশের ঝামেলা নেই, ভাইরাসের ভয় নেই। সব বিল্ট ইন প্রোগ্রাম দিয়ে চালাবো। তবে এর জন্য আলাদা নেটবুক কিনতে পারবো না। পিসিতে ব্যবহার করতে পারলে ট্রাই করবো। নাইলে না।