টপিকঃ (১২৩৪৫৬৭৮৯ = ১০০)!!
১ থেকে ৯ পর্যন্ত অংকগুলিকে পরপর এমন ভাবে লিখতে হবে যাতে = ১০০ হয়। অনেক ভাবে এই সমাধান করা যায়। যেমনঃ
(১) ১+২+৩৪-৫+৬৭-৮+৯ = ১০০।
(২) ১২-৩-৪+৫-৬+৭+৮৯ = ১০০।
(৩) ১২৩+৪-৫+৬৭-৮৯ = ১০০।
(৪) ১২৩+৪৫-৬৭+৮-৯ = ১০০।
(৫) ১+২৩-৪+৫৬+৭+৮+৯ = ১০০।
(৬) ১২+৩+৪+৫-৬-৭+৮৯ = ১০০।
(৭) ১২+৩-৪+৫+৬৭+৮+৯ = ১০০।
(৮) ১২৩-৪-৫-৬-৭+৮-৯ = ১০০।
(৯) ১+২+৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০।
(১০) -১+২-৩+৪+৫+৬+৭৮+৯ = ১০০।
আরো আছে.............
(দু-একটা "+"-" ভুল করে ফেলেছি কিনা কে জানে!)