টপিকঃ হাইতির সাহায্যার্তে এগিয়ে আসুন
হাইতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত। এ নিয়ে নতুন কিছু বলার নেই আর বলার মুডও নাই।
আসুন আমরা সবাই যার যার মত তাদের সাহায্যে এগিয়ে আসি।
আপনারা যদি কেউ তাদের সাহায্য করতে চান কিন্তু টাকা পাঠানো নিয়ে সমস্যায় ভুগে থাকেন তাহলে সে সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। আপনারা আমাকে দেশি টাকা পরিশোধ করুন, আমি সেটার সমপরিমান ডলার পেপালের মাধ্যমে সেভ দ্যা চিলড্রেনকে পাঠিয়ে দেব।
উল্লেখ্য, পেপাল ৩০ দিনের জন্য সকল ফি মওকুফ করেছে। সাহায্য পাঠানোর জন্য গোপন বার্তায় অথবা admin@projanmo.com ঠিকানায় যোগাযোগ করুন।
টাকা দিতে পারবেন যেভাবে:
একাউন্টে সরাসরি জমা দিতে পারেন। টাকা জমা দেয়ার পর অনুগ্রহ করে ০১৯১২৮৯১৫৫০ নম্বরে ফোন করে জানাবেন যাতে আমি নোট রাখতে পারি এটা অনুদানের টাকা।
Mohammad Zakir Hossain
135.101.2363
Dutch Bangla Bank Ltd.
এছাড়াও ক্যাশ দিতে পারেন:
সকাল ৯.৩০ থেকে ১০.০০ এবং সন্ধ্যা ৭.০০-৮.০০ সময় মহাখালী
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টার মধে হলে নিকেতন বা গুলশান ১ নম্বর থেকে সংগ্রহ করতে পারব।
গাজীপুরের দিকে কেউ দিতে চাইলে আরাফাত ভাইয়ের কাছে দিতে পারেন (০১৯২৪০৩৩০৫০)।
ধন্যবাদ।
what to do?