টপিকঃ ভ্রমণ বাংলাদেশে ০৩ (নারায়ণগঞ্জ+সোনারগাঁ)
নারায়ণগঞ্জ
হাজীগঞ্জের জলদুর্গঃ গুলিস্তান থেকে নারায়নগঞ্জের বাস ভাড়া ননএসি শীতল পরিবহন ১৫ টাকা। পল্টন ময়দানের সামনে থেকে ছাড়ে এসি বাস ভাড়া ২৫ টাকা। তাছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে নারায়নগঞ্জ যাওয়া যায়, ভাড়া ৬ টাকা। রেলস্টেশন থেকে রিকশায় হাজীগঞ্জের জলদুর্গ (কেলা/ফোর্ট) ভাড়া ১০ টাকা।
(সূত্র: নিজস্ব অভিজ্ঞতা।)
বিবি মরিয়মের মাজারঃ হাজীগঞ্জ এলাকার হাজীগঞ্জের জলদূর্গের নিকটেই শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড় ঘেঁষে বিবি মরিয়মের মাজার অবস্থিত।
(সূত্র: নিজস্ব বেড়াই বাংলাদেশ।)
সোনাকান্দা দুর্গ + কদমরসূল দরগা + খাদ্যগুদামঃ বন্দর থানায় আছে সোনাকান্দা দুর্গ। এটি দেখতে যেতে হবে লঞ্চ টার্মিনালে, সেখান থেকে নৌকায় শীতলক্ষ্যা নদী পার হয়ে বন্দর ঘাট। এখান থেকে সোনাকান্দা দুর্গের রিকশা ভাড়া ১০-১৫ টাকা। বন্দর ঘাটের নিকটে নবীগঞ্জে আছে “কদমরসুল দরগা”। এখানে একটি পাথরে নবী (সা.) এর পায়ের ছাপ আছে। রিকশা ভাড়া নেবে ১০-১৫ টাকা। বন্দর ঘাটের পাশেই আছে খাদ্যগুদাম। বিকেলটা কাটিয়ে দিতে পারবেন এখানে।
(সূত্র: নিজস্ব অভিজ্ঞতা।)
ফুলবাগানঃ বন্দর উপজেলার চর ইসলামপুরে আছে গ্রাম জোড়া গেন্ধাফুলের বাগান। চমৎকার গ্রাম।
(সূত্র: প্রথম আলো।)
রাসেল পার্ক + মুড়াপাড়া কলেজঃ গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া নরসিংদী, বেলাব, রায়পুরা, আড়াইহাজার, গোপালদি, মনোহরদী, পোড়াদিয়া ইত্যাদি যেকোনা একটি বাসে চড়ে যেতে হবে ভুলতা/গাউছিয়া বাসস্ট্যান্ড, ভাড়া নিবে ১০ টাকা। নারায়নগঞ্জ থেকে যেতে চাইলে চড়তে হবে নারায়নগঞ্জ-আড়াইহাজার বাসে। ভুলতা/গাউছিয়া বাসস্ট্যান্ড থেকে ৫ কি.মি. দূরে রাসেল পার্ক, রিকশায় ভাড়া নিবে ২০ টাকা। গুলিস্তান থেকে সরাসরি মুড়াপাড় বাস ছাড়ে, ভাড়া ১৫ টাকা। তাছাড়া বাড্ডর বেরাইদ থেকে নৌকা বা ট্রলার ভাড়া করে যাওয়া যায় মুরাপাড়ায়। মুরাপাড়া থেকে ১০-১৫ টাকা রিকশা ভাড়ায় যাওয়া যায় রাসেল পার্কে।
মুড়াপাড়া কলেজটি খুবই সুন্দর একটি জমিদারবাড়ি ছিল। মুড়াপাড়া কলেজের সামনে এবং পিছনে একটি করে বিশাল পুকুর আছে। পাশেই আছে আম বাগান আর বিশাল সবুজ গালিচার মাঠ। ঘুরে দেখা যাবে আশে পাশের গ্রামগুলিও।
(সূত্র: নিজস্ব অভিজ্ঞতা।)
সোনারগাঁঃ ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব ২৯ কিঃ মিঃ। স্টেডিয়ামের সামনে থেকে সোনরগাঁর বাস ছাড়ে, ভাড়া ২৬ টাকা। বাস থেকে মোগরাপাড়া ক্রসিং-এ নেমে রিকশায় সোনারগাঁ জাদুঘরের ভাড়া ১০ টাকা। জাদুঘর বন্ধ থাকে বৃহস্পতি বার, বুধবার আধাবেলা। জাদুঘরের নিকটেই আছে পানাম নগর। সেই আদি কালের ৫০টি ভবন রয়েছে এই নগরে, যা ইটপাটকেল ও চুনসুরকিতে তৈরি। মূল পানাম নগরের আশপাশে আরো পুরনো স্থাপনা রয়েছে। যেমন ঠাকুরবাড়ি, আমিনপুরের ক্রোড়িবাড়ি, নীলকুঠি, পঙ্খীরাজ মঠ, কালিবাড়ি এবং টাকশাল ইত্যাদি।
সোনারগাঁয়ে আছে লিচু বাগান। আরো আছে মনো শাহ্ দমদম দুর্গ। গোয়ালদি গ্রামের এক-গম্বুজ মসজিদ। ইউসুফগঞ্জ গ্রামের এক-গম্বুজ মসজিদ। এই মসজিদের নিকটেই টাকশাল এবং দরগাবাড়ি অবস্থিত।
(সূত্র: নিজস্ব অভিজ্ঞতা।)
লোকনাথের আশ্রমঃ বারুদিতে আছে বাবা লোকনাথের আশ্রম। সকল ধর্মের লোকের সমাগম হয় এখানে। খুবই সুন্দর পরিবেশে এই আশ্রমটি অবস্থিত। এর পাশেই রয়েছে একটি শ্মশান ঘাট। আশ্রমের কাছেই আছে চমৎকার একটি নদী। (নাম মনে নেই) রিক্সা ভাড়া লাগবে ৫-৭ টাকা। আশ্রমে যেতে হলে ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি বারুদির বাসে যেতে পারবেন। ভাড়া লাগবে ৩০-৩৫টাকা। বাসের ভ্রমণটা আরামদায়ক হবার কোনো সুযোগ নেই তথাপিও যখন থেকে বারুদির রাস্তায় উঠে আসবে তখন রাস্তার দুধারের দৃশ্য খুবই ভালোলাগবে। বাস কেবারে আশ্রমের সামনেই গিয়ে থামে। তাছাড়া সোনারগাঁ বেড়াতে গেলে সেখান থেকে ৮০টাকায় CNGভাড়া করে চলে আসতে পারবেন এখানে।
(সূত্র: নিজস্ব অভিজ্ঞতা।)
জ্যোতি বসুর বাড়িঃ বারুদির চৌধুরীপাড়া গ্রামে আছে সদ্য প্রয়াত জ্যোতি বসুর পৈতৃক বাড়ি। বাড়িটি দেখতে পুরনো জমিদার বাড়ির মত।
(সূত্র: প্রথম আলো ও বিটিভি।)