টপিকঃ বিদ্যুতের পৃ-পেইড মিটারেও চুরি
শুনেছিলাম আমাদের ফোরামের শামসী ভাই এখন যায় যায় দিনে কাজ করেন। আজকে হঠাৎ যাযাদি পড়তে গিয়ে এই খবরটায় চোখ আটকে গেল। টেকনোলজীটার সিকিউরিটি লুপহোলগুলো বন্ধ করতে হবে।
যথারীতি ইউনিকোডে পরিবর্তন করে দিলাম। কৃতজ্ঞতা: মুর্শেদের লেখনী ও পরিবর্তক
বিদ্যুতের পৃ-পেইড মিটারেও চুরি
চট্টগ্রাম অফিস (যাযাদি, ৩০-মে-২০০৭)বিদ্যুতের পৃ-পেইড মিটারেও কারচুপির ঘটনা ধরা পড়েছে। আধুনিক পৃ-পেইড মিটারের সঙ্গে পিডিবির কন্ট্রোল রুমের কানেকশন বিচ্ছিন্ন করে দিয়ে প্রায় ৬০ হাজার টাকার বিদ্যুৎ চুরির এ ঘটনায় পিডিবিতে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি গতকাল মঙ্গলবার ধরা পড়ে পিডিবির ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল ফারুকের অভিযানে। গোপন সংবাদের ভিত্তিতে তিনি অভিযান চালান নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের রূপপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এ ঘটনায় ওয়ার্কশপের কর্মকর্তা সাঈদ আজগরকে গ্রেফতার করা হয়েছে।