টপিকঃ দ্রুত উক্তি (কুইক কোট)
গরমে আমার কাজের গতি মন্থর। মাথা হ্যাঙ হয়ে যায় অল্পতে। সেই ১০টা থেকে শুরু করলাম। এই মাত্র শেষ হল। অবশ্য মাঝে একঘন্টা বিদ্যুতও ছিলনা। কিন্তু তবুও শান্তি অবশেষে সফল (সম্ভবত) হলাম।
আগে একাধিক উক্তি করতে প্রত্যেকটি কপি করে পেস্ট করত হত। তারউপর পোস্টকারীর নাম লেখার বিড়ম্বনা। এখন এ বিড়ম্বনা কিছুটা কমবে বৈকি।
কোন টপিকের উত্তর দিতে "পোস্টের উত্তর দিন" লিঙ্কে ক্লিক করুন। তারপর পোস্ট করার জন্য নতুন পেজ আসবে। সেখানে প্রত্যেক পোস্টের নিচে ডান দিকে "উক্তি" নামক ছোট একটা লিংক পাবেন। ওটাতে ক্লিক করলে পোস্টকারীর নাম সহ পোস্টটি উক্তি আকারে টেক্সটবক্সে যুক্ত হবে।
আশা করি এটি আপনাদের ভাল লাগবে।
what to do?