টপিকঃ চৌম্বকত তামা কি কাজে লাগে।

অনেক দিন আগে গ্রামে একটা হুযোগ উঠেছিলো যে ম্যাগ্নটেট তামা অনেক দামে বিক্রীকরা যায়। অনেকে হন্নে হয়ে এসব খুজছিল। তখন অনেকের মুখে শুনেছিলাম এগুলো না কি মিশাইলে ব্যবহার হয়। এই সম্পের্কে কেউ কিছু জানেন কি।

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

আমিও অনেক শুনেছি। কিন্তু এর কোন প্রভাব বা আকর্ষন দেখলাম না। বা কারও কাছে এর কোন চাহিদা সম্পর্কে শুনলাম ও না।

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

এই জিনিষটা কি?
তামার তৈরী চুম্বক?
যে তামাকে চুম্বক আকর্ষন করে?
তামার মত দেখতে কোন পদার্থ?
কোন চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডে রাখা তামা?

একটু বিস্তারিত বলুন অথবা সঠিক বাংলায় লিখুন। কিছুই বোঝা যাচ্ছে না।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

ভাইগুগল মামা তো কিছুই বললোনা sad  surprised
এ্যন্সার.কম চাচা বলেঃ Copper is not magnetic unless it is mixed with a magnetic metal, such as iron or nickel.

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন বাতেন (২৭-১২-২০০৯ ১৪:৩৮)

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

@ invarbrass আপনি fun করছেন। ভাই আমি কথাগুলো শুনেছিলাম এক সময় তাই আপনাদের জিজ্গাস করছি এই বিষয় কিছু জানে কি। জাস্ট কৌতুহল বসত জানতে চেয়েছিলাম । এখন দেখি dontsee dontsee

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

এগুলা মনে হয় লোহা মিশানো। তাই না?  thinking

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

মনে হয়না।

সুন্দর রাস্তা, গন্তব্য অজানা। আমি হাঁটছি...দেখছি জীবনের রং, পথের বাঁকে বাঁকে,
যে রং ইন্দ্রধনূর চেয়েও বৈচিত্রময়। কোথাও উজ্জ্বল, কোথাও বিবর্ণ, কোথাও...

১০

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

kidding kidding hehe hehe tongue_smile tongue_smile cry

সুন্দর রাস্তা, গন্তব্য অজানা। আমি হাঁটছি...দেখছি জীবনের রং, পথের বাঁকে বাঁকে,
যে রং ইন্দ্রধনূর চেয়েও বৈচিত্রময়। কোথাও উজ্জ্বল, কোথাও বিবর্ণ, কোথাও...

১১

Re: চৌম্বকত তামা কি কাজে লাগে।

হুযোগের পিছনে এতো দৌড়ানর দরকার কি!