Re: ইয়াহু মেসেঞ্জারে বাংলা প্লাগ ইন
আপনি কি এটা ব্যবহার করেছেন?
কেউ জেনে থাকলে অভিজ্ঞতা বলুন।
.
আমি অনেক আগে এটি দেখেও নামাইনি ..... কেন সেটা মনে নাই (সম্ভবত কী-বোর্ড সাপোর্ট পছন্দ হয় নাই)
৩ ২৭-০৫-২০০৭ ২০:২১ সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (২৭-০৫-২০০৭ ২০:৩৫)
Re: ইয়াহু মেসেঞ্জারে বাংলা প্লাগ ইন
খুবই কাঁচা একটা জিনিস। খুশিতে উদ্বেলিত হয় ডাউনলোড করলাম। কিন্তু দেখেই চুপসে গেলাম। প্রথমত, আমাদের পরিচিত বাংলা লেআউট নেই। আর প্রচুর বাগ আছে দেখলাম:((n)
তবে আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য:clap:
Re: ইয়াহু মেসেঞ্জারে বাংলা প্লাগ ইন
ধুর অভ্র কাজ করেনা
যেইখানে অভ্র নাই আমি সেইখানে নাই কারন আমি অভ্র ছাড়া অচল;(
Re: ইয়াহু মেসেঞ্জারে বাংলা প্লাগ ইন
Re: ইয়াহু মেসেঞ্জারে বাংলা প্লাগ ইন
হি হি... লিনাক্স মেশিনে সবই গেইম মেসেঞ্জার থেকে .... আর বাংলা তো ... মু হা হা হা .. সবখানেই চলে।
গুগলটাই ভালো। ইনবক্স খোলা থাকলেই পাশে সুন্দর চ্যাট করা যায়। বাংলা সবখানেই সাপোর্ট করে ... (অভ্র চলে)।
Re: ইয়াহু মেসেঞ্জারে বাংলা প্লাগ ইন
জটিল জিনিস তো!!!
বাংলা ইন্টারফেস, বাংলা লেখা যায়, কম স্পীডে লগইন হয়, ইন্টারফেসটাও জটিল। সব মিলিয়ে জটিলস্।
শুভ্র ভাইকে ধন্যবাদ লিংকটির জন্য।
রক্তের গ্রুপ: B(-)
Re: ইয়াহু মেসেঞ্জারে বাংলা প্লাগ ইন
শুভ্র ভাই ভাল একখান জিনিসের খোজ দিলেন:clap: