টপিকঃ চালু হল বাংলা চ্যাট
অনেকদিন থেকেই চেষ্টা করছি বাংলা চ্যাট চালু করার। অবশেষে তা হল। চ্যাটের প্রাথমিক ভার্সন ছাড়া হল http://projanmo-chat.info ঠিকানায়।
এখানেও একই সাতে বিজয় বাংলা, ফোনেটিক বাংলা ও ইংরেজি লেখার ব্যবস্থা আছে।
এবং আইআরসি এর মত কিছু কমান্ডও আছে।