২১

Re: মাসে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করছেন সেটা জানবেন যেভাবে

সিম্বিয়ান অপারেটিং সিস্টেম যেসব ফোনে আছে সেসব ফোনে লগ নামের একটা অপশন আছে যেখানে থেকে আপনি কতবার কানেক্ট হলেন,প্রতিবারে কতটুকু ডাটা ট্রান্সফার হল এগুলোর হিসাব রাখা যায়।
জাভা বেসড ফোনের ক্ষেত্রে সফটওয়্যার দিয়ে হিসাব রাখতে পারবেন।
তবে এখানে হিসেবের ক্ষেত্রে আপনি মোবাইল থেকে ব্যবহার করলেন না পিসি থেকে ব্যবহার করেছেন এটা জানতে পারবেন না।
সেক্ষেত্রে আপনি কখন কানেক্ট হলেন এবং সে সময় কোথা থেকে কানেক্ট হলেন সেটা দিয়ে বের করতে পারবেন।

২২

Re: মাসে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করছেন সেটা জানবেন যেভাবে

বর্ষণ লিখেছেন:

তবে এখানে হিসেবের ক্ষেত্রে আপনি মোবাইল থেকে ব্যবহার করলেন না পিসি থেকে ব্যবহার করেছেন এটা জানতে পারবেন না।
সেক্ষেত্রে আপনি কখন কানেক্ট হলেন এবং সে সময় কোথা থেকে কানেক্ট হলেন সেটা দিয়ে বের করতে পারবেন।


মাসিক ব্যান্ডউইথ তো সব মিলিয়েই। এক যায়গা থেকে ইন্টানেট ইউজ করলেই হল।

Feed থেকে ফোরাম সিগনেচার, imgsign.com
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৩

Re: মাসে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করছেন সেটা জানবেন যেভাবে

শামীম ভাই, উবুন্টুর জন্য লিংকটা দেওয়ার পরই সে অনুপাতে কনফিগার করে দেখলাম। খারাপ না।  smile

২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (১৮-১২-২০০৯ ১৮:৩৭)

Re: মাসে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করছেন সেটা জানবেন যেভাবে

শামীম ভাই, কিউবির ওয়াইম্যাক্স কিট টা যা বড় তাতে মোবিলিটি কচু বাড়বে।

ওজন ২.২ কেজি

২৫

Re: মাসে কতটুকু ব্যান্ডউইড্থ ব্যবহার করছেন সেটা জানবেন যেভাবে

ফায়ারফক্স লিখেছেন:

শামীম ভাই, কিউবির ওয়াইম্যাক্স কিট টা যা বড় তাতে মোবিলিটি কচু বাড়বে।

ওজন ২.২ কেজি

ঘরের ভেতরে এক রূম থেকে আরেকটাতে গেলে নেট নাই ... । অন্য ঘরে ল্যাপটপে কাজ করতে পারবো। এই বিল্ডিং-এ অন্য ফ্লোরে শশুরবাড়ি ... সেখানেও ল্যাপটপে/নেটবুকে অনলাইনের কাজ করতে পারবো। -- এইটাও মোবিলিটির একটা অংশ।

২.২ কেজি দেখে ডরাইছি ...  mad

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত