Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
ধন্যবাদ। টিউটোরিয়ালগুলে একসাথে সুচিপত্র করে দেওয়ার জন্য।
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
জুমলা শিখতে মঞ্চায় .... কিন্তু টিউটোরিয়ালগুলো উইন্ডোজে জন্য লেখা ....
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
লিনাক্সের জন্য প্রথম তিনটি পর্ব বাদ দিয়ে শুরু করুন। প্রথম তিনটি পর্বের উবুন্তু অল্টারনেটিভ হচ্ছে -
Synaptic > Edit > Mark Packages by Task সিলেক্ট করুন। ডায়লগ বক্স থেকে LAMP Server সিলেক্ট করে OK চাপুন। এরপর Apply চাপলেই সকল সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে।
হ্যাঁ, লিনাক্সে সফটওয়্যার ইনস্টল করা এতই সোজা।
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
ধন্যবাদ অ্যাডমিন। একটু আগে আমার একটা পোস্টে একজন সূচিপত্র চাচ্ছিলেন। সে কাজটা করে দেওয়ায় অসংখ্য ধন্যবাদ।
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
অনেক অনেক ধন্যবাদ গৌতমকে। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন।শুধু কষ্ট নয়, আপনার পোষ্টগুলো বর্তমান সময়ের জন্য খুব দরকারী।তাছাড়া লেখাগুলোও আপনি সুন্দরভাবে লেখেছেন।তবে কখনো সমস্যায় পড়লে আমাদের যন্ত্রণাতো আপনাকে সইতে হবে ভাই।আর এতে নো
করতে পারবেন না।
আমার পক্ষ থেকে একটি + নেন।
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
ontest100, পরের পর্ব আশা করি আগামী সপ্তাহে আসবে।
Kamrul08, অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। আর হ্যাঁ, কোনো সমস্যায় পড়লে অবশ্যই জানাবেন। জ্ঞানে কুলালে অবশ্যই সাহায্য করবো। এটা যন্ত্রণা না, আনন্দ।
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
ধন্যবাদ এত টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য।
জুমলার টেমপ্লেট এবং এক্সটেনশন বানানোর টিউটোরিয়াল পেলে আরো উপকৃত হতাম।
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
ধন্যবাদ পরান। কিন্তু টেমপ্লেট আর এক্সটেনশন বানানোর মতো কারিগরি জ্ঞান যে আমার নেই!
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
পরের পর্ব দিয়েছি। পোস্ট আপডেট করতে পারেন।
১৬ ১১-১০-২০১০ ২৩:২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন রিয়াজ মাহমুদ (১১-১০-২০১০ ২৩:২৮)
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
আমি রিয়ন, চট্টগ্রামে থাকি।
আমি জুমলাতে নতুন। একটা ব্যাপারে সমাধান পাচ্ছি না।
জুমলা ১.৬.০ বেটা ব্যবহার করছি। আমার মেইন মেনুতে ৫-৬টা বিভাগ আছে, যেমন - রাজনীতি, অর্থনীতি, ইত্যাদি। আমার আটিকেল ম্যানেজারে কিছু আর্টিকেল আছে, সেসব আর্টিকেলগুলোকে কিভাবে মেইন মেনুতে দেখাবো ?
অর্থাৎ, হোমপেজে কিভাবে দেখবো ?
ধন্যবাদ।
Re: জুমলা টিউটোরিয়ালের সূচীপত্র
রিয়ন ভাই, জুমলা ১.৬.০ এখনো ব্যবহার করি নি। না দেখে কিছু বলাটা বোধহয় ঠিক হবে না। তবে ১.৫-এর চেয়ে খুব বেশি ব্যতিক্রম কিছু হবে না। আপনি ১.৫-এর মতো করেই চেষ্টা করে দেখতে পারেন।