টপিকঃ সহজে টপিক লিংক করুন
বর্তমানে ফোরামের অন্য কোন টপিকের সাথে লিংক করাটা বেশ কষ্টসাধ্য। বিবিকোডের মধ্যে লিংক এবং বিষয় বসাতে হয়। কিন্তু এখন থেকে সহজেই লিংক করতে পারবেন।
কোন নির্দিষ্ট টপিকের সাথে লিঙ্ক করতে নিচের মত করে বিবিকোড লিখুন:
[topic]XXXX[/topic]
যেমন:
[topic]999999999[/topic]
আইডি ভুল থাকলে অবশ্য কাজ হবে না। এছাড়াও বিবিকোড টুলবারের এর জন্য একটি বাটন দেয়া হয়েছে। শেষ থেকে দ্বিতীয়টি ।
আরেকটি হিডেন ফিচারঃ
প্রতিটি পোস্ট কোট করার জন্য প্রতিটি পোস্টের নিচে একটি উক্তি লিঙ্ক আছে। এতে ঐ পোস্ট পুরোটি উক্তি হিসেবে আসবে। কিন্তু আপনি যদি আংশিক অংশ কোট করতে চান তাহলে সেটুকু সিলেক্ট করে তারপর উক্তি লিংঙ্কে ক্লিক করুন। শুধুমাত্র নির্বাচিত অংশটুকু উক্তি হিসেবে পোস্ট এডিটরে যুক্ত হয়ে যাবে।
আশা করি কাজে লাগবে।
ধন্যবাদ
what to do?