শিমুল ভাই ও শিপলু ভাই যেসব সংখ্যার খেলা দেখালেন এগুলা অনেক দেখলাম কিন্তু মনে থাকে না। সংখ্যাতত্ত্ব আমি ভালা পাই না! 
জ্ঞানভীখারী লিখেছেন:আমরা সবাই জানি 1=1
=>1^2=(-1)^2 (বর্গ করে)
=>1=-1 (উভয়পক্ষে বর্গমূল নিয়ে)
=>1+1=0
অতএব, 1+1=0
(প্রমানিত)
হুম ভুল হয়নি আবার হয়ছে!! কারণ,
1 = 1
=> (1)^2 = (1)^2
=> (1)^2 = (-1)^2 [as, (1)^2 = 1 and (-1)^2 = 1]
=> √{(1)^2} = √{(-1)^2}
=> 1 = -1
কন্তু সমস্যা তে এখানে একটা আছে। কোন সমীকরণের উভয় পক্ষের ঘাত যত বৃদ্ধি করা হয় তার মূল বৃদ্ধি পেয়ে তত হয়, যেমন সমীকরণের মূল একটা থাকলেও বর্গ করলে ২টি হয়ে যায় (অনেকে একে সমীকরণের ত্রুটি বলেন)। একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝাই। ধরি একটা সমীকরণ,
x + 1 = 2
=> x = 1
=> x^2 = 1^2 (উভয় পক্ষকে বর্গ করে)
=> x^2 = 1
=> x = ± √(1)
=> x = ± 1
দেখুন, প্রথমে x + 1 = 2 সমীকরণ দেখে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সমীকরণের মূল একটাই আর সেটা হলো 1। কিন্তু সমীকরণের উভয় পক্ষকে বর্গ করার কারণে এর মূল হয়ে গেল ২টা যেটা ঠিক না। এই জন্য যেসব সমীকরণ সমাধান করার সময় ঘাত পরিবর্তন করা হয়, সগুলোতে প্রপ্ত মানগুলো মূল সমীকরণে বসিয়ে শুদ্ধি পরীক্ষ করা হয়।
এহহে, বেশি প্যাচাল পারতেছি! মূল কথায় আসি। ওই সমীকরণে 1 কে বর্গ করা হয়েছে, ফলে মূল একটা বেড়ে গেছে (অর্থৎ ভুল মূল যোগ হইছে)। বর্গ করলে ২ টা মূল পাওয়া যাবে,
1^2 = (-1)^2
=> 1 = ± √{(-1)^2}
=> 1 = ± 1
এই দুইটা মূল পাওয়া গেল (বামের 1 কে চলক ধরলে আরকি!!) তার একটি ঠিক আর একটা ভুল। কারণ মূল সমীকরণ যেখান থেকে এটি প্রতিপাদন করা হল সেটা শুধু ১ টা মানের জন্য সিদ্ধ হয় (আপনি চাইলে ভাজিও করতে পারেন!)। এখন কোন মানটি শুদ্ধ আর কোন মানটি উরে এসে জুড়ে বসেছে সেটা আপনি স্বীদ্ধন্ত নিন আর নাকে তেল দিয়ে ঘুমান (মুই গেনু বাহে...) 
রক্তের গ্রুপ: AB+