টপিকঃ প্রজন্ম ফোরাম নিয়ে পুথি গান (অবশ্যই পড়বেন)
শোনেন ফোরামেতে লগইন করছে যত জনগন
ফোরামেরই গল্প বলবো শোনেন দিয়া মন
করি বাংলায় চিৎকার, করি বাংলায় চিৎকার
করি বাংলায় চিৎকার, এই অধিকার রক্ত দিয়ে কেনা,
বাংলার তরে জীবন দিল বীর সন্তানেরা
করি গর্ব আমরা, করি গর্ব আমরা।
করি গর্ব আমরা, আমাদের এই ফোরামটা কে নিয়ে
বাংলা ভাষায় লিখি মোরা অভ্র কির্বোড দিয়ে
মনে কী আনন্দ, মনে কী আনন্দ
মনে কী আনন্দ ,আসে ছন্দ লিখি গান-কবিতা,
ছড়িয়ে দেই ফোরামেতে পাই যে কত মাজা
আহা কত মজা, আহা কত মজা
আহা কত মজা, নোটিসবোর্ড পাই ফোরামের খবর
ফোরাম নিয়ে কী কী হবে শুনতে লাগে জবর
এবার অভ্যর্থনা, এবার অভ্যর্থনা
এবার অভ্যর্থনা কক্ষে আসি নতুনদেরই কথা,
পরিচয় দেয় যে যার মত বলে নিজের কথা,
আহা কত কথা, আহা কত কথা
আহা কত কথা পরামর্শ-সমস্যা-সমাধান বিভাগে
সমস্যারই কথা বলি সমাধানের লক্ষে
সব হয় সমাধান, সব হয় সমাধান
সব হয় সমধান তার পরেতে সাহিত্য-সংস্কৃতি
গান,কবিতা, গল্প নিয়ে শুধুই মাতা-মাতি
পাই যে বড়ই মজা, পাই যে বড়ই মজা
পাইযে বড়ই মজা খেলাধূলা বিভাগটা ভিতরে
খেলাধূলার পেচাল শুনতে খারাপ নাহি লাগে
খেলতে কি আনন্দ, খেলতে কি আনন্দ,
খেলতে কি আনন্দ, এর পরেতে আসলো অর্থনীতি
হায়রে টাকা-পয়সার হিসেব-নিকেশ ভালো নাহি বুঝি
শুনে শঙ্কিত হই, শুনে শঙ্কিত হই
শুনে শঙ্কিত হই, রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট
রাজনীতি করে দেয় সবই ওলট-পালট
মনে বড়ই কষ্ট, মনে বড়ই কষ্ট
মনে বড়ই কষ্ট, স্বপ্নভ্রষ্ট বিজ্ঞান নিয়ে দেখা
বিজ্ঞানকে সবাই ভাবে জটিল বিষয় এটা
আসি পরের কথায়, আসি পরের কথায়
আসি পরের কথায় এই বিভাগটা তথ্য প্রযুক্তির
ভয় লাগছে পরের বিভাগে পড়াশোনা র ভির
মিছে ভয় পাবেন না, মিছে ভয় পাবেন না
মিছে ভয় পাবেন না, তার পরেতে কর্ম খালি আছে
আরে কর্ম করে বোর হলে রোমাঞ্চ তারপেরে
কেন হন যে হতাশ, কেন হন যে হতাশ
কেন হন যে হতাশ, দৈনন্দিন জীবনে কষ্ট থাকে
তাই বলে কি হ-য-ব-র-ল হলে চলে?
হইলো অনেক কথা, হইলো অনেক কথা
হইলো অনেক কথা মাথা ব্যথা করবে একটু পরে
আরও কথা মাথায় আসলে লেখবো বিবিধ তে
আসি আমি এবার, আসি আমি এবার
আসি আমি এবার আমার আবার আকাশ ছুঁতে হবে
ভালো কিছু ছবি তুললে শেয়ার হবে ফোকাসে
থাইকেন ভালো সবাই......................
থাইকেন ভালো সবাই...........
থাইকেন ভালো সবাই.......................
(মিন্টু কে দ্বারা লিখিত হইয়াছে)
ফোরামের সবগুলো বিভাকে গানে তুলে ধরা হয়েছে।
ভালো লাগলে একটু রেপ-টেপু দিয়েন
www.skytouch2u.com