টপিকঃ একটা জিজ্ঞাসা
এক ওয়েবসাইট থেকে আরেকজনের বানানো ছবি 'চুরি' করে আরেক ওয়েবসাইটে পেস্ট করে দিতে লজ্জা করে না?
আচ্ছা কেউ যদি অন্য কোনো ফোরাম থেকে মজার মজার জোকস, পিকচার(যা কারো পারসোনাল নয়) সংগ্রহ করে এখানে পোস্ট করে তাহলে কি কোনো চুরি করা হবে?
তাহলে তো কোনো জোকস আর ছবিই পোস্ট করা যাবে না। কারণ সব কোথাও না কোথাও আছে
এখন এই বিষয়ে কি করা যায়?