টপিকঃ একটা জিজ্ঞাসা

Re: একটা জিজ্ঞাসা

অামার মতে কপিরাইট সমস্যা না থাকলে পোস্ট করতে সমস্যা হওয়ার কথা না। তবে অাপনার পোস্টগুলো যদি থাম্বনেইল অাকারে দেন তবে ভালো হয়। কেননা ছবিগুলো পোস্টে রিসাইজ হয়ে যায় এবং দেখতে খারাপ লাগে।

Re: একটা জিজ্ঞাসা

লেখাপড়া করে যে,
গাড়ি চাপা পড়ে সে।

Re: একটা জিজ্ঞাসা

বিষয়টি পরামর্শ বিভাগের চেয়ে মনে হয় চায়ের কাপে ঝড় ফোরামে বেশি মানাবে। সরিয়ে দিচ্ছি.... smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একটা জিজ্ঞাসা

Re: একটা জিজ্ঞাসা

সৃজনশীলতা বিকাশের স্বার্থে অন্যের করা জিনিস দিলে অন্ততপক্ষে কৃতজ্ঞতা স্বীকার করা যেতে পারে। আর যদি সোর্স উল্লেখ নাই করেন... অন্ততপক্ষে এটা বলা উচিৎ যে .... এটা আমার নিজস্ব না .. কোন এক জায়গা থেকে সংগৃহীত .... বা অতি সংক্ষেপে - সংগৃহীত।

আর এরকম উল্লেখ না করলে, সেই পোস্টিংগুলো আপনার নিজের করা মনে হতে পারে। কিংবা খারাপ ভাবে বললে, এটা নিজের কীর্তি বলে দাবী করার সমতূল্য মনে হয় ... ইংরেজীতে একটা টার্ম আছে plagiarism - যেটাকে না করতে পরামর্শ দেয়া হয়।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একটা জিজ্ঞাসা

হ্যাঁ, অামিও সমর্থন করছি, এই ব্যাপারে। অন্য সাইটের জিনিষ শেয়ার করতে চাইলে লিঙ্ক পোষ্ট করাই সমুচিত। তাই বলে অাবার লিঙ্ক দিয়ে ভাসিয়ে দেওয়াও উচিত হবে না।

Re: একটা জিজ্ঞাসা

আমি বলছি অনেক ছবি আছে যা মজা করার জন্য তোলা
আবার অনেক সময় গুগল সার্চ করে অনেক ছবি পাওয়া যায়
এগুলা শেয়ার করতে সমস্যা কই?
যেমন অনেক ফোরামেই আছে ছবি শেয়ার করার জন্য সাব ফোরাম। ওখানে ওয়েব সার্চ করে পাওয়া মজার ছবি পোস্ট করা যায়।
তো এখানে ওগুলো পোস্ট করতে সমস্যা কই?
এখন যদি আমার একটা ছবি ভালো লাগে বা একটা জোকস ভালো লাগে তাহলে আমি যদি একটা টপিক খুলে ওখানে খালি লিঙ্ক দেই তাহলে কেমন লাগবে না?তারচেয়ে কি ওগুলা কপি করে দেয়া ভালো না?

Re: একটা জিজ্ঞাসা

১০

Re: একটা জিজ্ঞাসা

১১

Re: একটা জিজ্ঞাসা

আমার মনে হয় কোন পোষ্ট এর জন্য যদি কোন লেখার অংশবিশেষ দরকার হয় তবে তার জন্য খালি প্রাপ্তিস্বীকার করাই ভাল। পোস্ট যদি বড় হয় তবে লিঙ্ক দেয়া ভাল। এই ইন্টারনেট দুনিয়া এত বড় সবাই সব ধরনের সাইট ব্রাউজ করতে পারেনা। আর ফোরাম তো আইডিয়া, তথ্য বা ভাব এর আদান-প্রদান এর জন্য, তাই না?

১২

Re: একটা জিজ্ঞাসা

লেখাপড়া করে যে,
গাড়ি চাপা পড়ে সে।

১৩

Re: একটা জিজ্ঞাসা

আমি তো তাই বলছি যে আমার কোনো আইডিয়া বা ছবি (যা কারো একান্ত ব্যাক্তিগত নয়) শেয়ার করতে কি সমস্যা আসে?

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ইশতিয়াক (২৫-০৫-২০০৭ ১৪:৫৪)

Re: একটা জিজ্ঞাসা

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১৫

Re: একটা জিজ্ঞাসা

আপনারা দয়া করে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন। মানুষ সব কিছু জেনে জন্মায় না ... আস্তে ধীরেই জানে। এটাতে সমস্যার কিছু দেখছি না। আমি নিজেও কি ব্যাপারগুলো জানতাম আগে? .. জানতাম না। এখন জেনেছি, বুঝেছি.... তাই সচেতন হয়েছি। ব্যাস।

কপিরাইট বা মেধাস্বত্ব বেশ ভেজালের। এখন যদি কেউ বাংলা বর্ণমালার উপরে প‌্যাটেন্ট করে তাহলে তো সবই লেখাপড়া করতে চাইলেও তাকে পয়সা দিতে হবে। ......
--- এটার সীমাবদ্ধতা আছে। অপপ্রয়োগ আছে ...... কিছুদিন আগে খবর পড়েছিলাম যে আমেরিকার একটা সংস্থা বাংলাদেশের ধানের সমস্ত ভ্যারাইটিগুলোর প‌্যাটেন্ট করছে --- এটা কি সমর্থনযোগ্য। আজ হয়ত কিছু বলবে না... কিন্তু ২০ বছর পরে যে এই প‌্যাটেন্ট দেখায় কৃষকের কাছে ঐ ধান উৎপাদন করার জন্য রয়ালটি দাবী করবে না তার কোন নিশ্চয়তা নাই ... ... যার ফলাফল এসে পড়বে ঐ ভাত যারা খাবে সবার উপর .. কারণ বেশি দামে কিনতে হবে।
--- কাজেই ....

অন্য কারো কিছু ব্যবহার করে তাকে ক্রেডিট দিলে তো সমস্যা দেখি না। আর যিনি শেয়ার করলেন, তিনি তো সেজন্য কৃতজ্ঞতা পাবেনই।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: একটা জিজ্ঞাসা

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১৭

Re: একটা জিজ্ঞাসা

১৮

Re: একটা জিজ্ঞাসা

ঐ চাতে চিনি কম হইছে।একটু চিনি লাগবো...;q

১৯

Re: একটা জিজ্ঞাসা