টপিকঃ আইএসও ফাইল থেকে কীভাবে উবুন্টু আপগ্রেড করতে হয়
আইএসও ফাইল থেকে উবুন্টু ইনস্টল করতে গেলে নাকি Alternate Edition ডাউনলোড করতে হয়। কিন্তু আমি ভুলে Desktop Edition ডাউনলোড করে ফেলেছি। এখন কি এটা দিয়ে উবুন্টু আপগ্রেড করা যাবে নাকি আবার অলটারনেট এডিশন ডাউনলোড করতে হবে।
করা গেলে কীভাবে করা যাবে সে সম্পর্কিত কোনো লিংক দিতে পারেন কি? খুঁজেছি, কিন্তু সেরকম কোনো লেখা দেখছি না। হেল্প, প্লিজ।