Re: ডিজিটাল বাংলাদেশে আপনার পিচ্চির ডিজিটাল নাম
বা উ রে বা উ, হাঁচগা নাম দিলাম। হিয়ার হরেও হসন্দ অইলোনা। হ্যাতের বোলে মডার্ণ নাম দরকার। ইয়ো, আঁর ক্ষ্যমোতায়তো কুলাইলনা। আন্নেরা হ্যাতেরে চাই-চিন্তি এককান মডার্ণ নাম দেন, ডিজিটাল লাইগদোনো।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ডিজিটাল বাংলাদেশে আপনার পিচ্চির ডিজিটাল নাম
বা উ রে বা উ, হাঁচগা নাম দিলাম। হিয়ার হরেও হসন্দ অইলোনা। হ্যাতের বোলে মডার্ণ নাম দরকার। ইয়ো, আঁর ক্ষ্যমোতায়তো কুলাইলনা। আন্নেরা হ্যাতেরে চাই-চিন্তি এককান মডার্ণ নাম দেন, ডিজিটাল লাইগদোনো।
আমি আরেকটা নামকরন করলাম। "গ্রীজ মাহবুব"
সুত্রঃ http://forum.projanmo.com/topic16340.html
ইলিয়াস টিউব,
একটু অঃটঃ
ফোরামের এইসব দিনগুলোর কথা আজ বেশী মনে পড়ছে। আমরা কি পারি না এমন দিনগুলোতে ফিরে যেতে ?
আমার একটা নাম লাগবে।
হসন্ত বাদ দেয়া বাধ্যতা মূলক।
@অনুপদাঃ আপনার নাম দেয়া হইলো, ইমানুপ ।
বিশেষত্বঃ আপনার বর্তমান স্ট্যাটাস। (বর্তমান অবস্থাকে তো নিশ্চয়ই ব্যাকডেটেড বলবেন না )
সতর্কতাঃ ইমো + অনুপ = ইমানুপ, কেহ ইহাকে ইমা+অনুপ বলিয়া ভ্রান্ত কিংবা বিদ্রুপ করিলে তাহা ব্যক্তিগত আক্রমন হিসেবে গন্য হইবে।
@সারিমঃ যতদূর মনে পড়ে, মাহবুব ভাইয়ের নাম আগেই দেয়া হয়েছে, প্যাচালিষ্ট মাহবুব।
@অন্যান্যঃ আমি আমার নাম রিনিউ না করে, নতুন নাম চাই। ভাল একটা নাম সাজেষ্ট করেন।
এলটেক মেহেদী..
হায় হায়, আমি কওয়ার আগেই কইয়া দিলেন। সব দোষ লোডশেডিংয়ের।
এলটেক মেহেদী..
শেষ পর্যন্ত রেইডের শোধ এমনে তুললা ?
বাকিরা কই ? কোন সাজেশন?
aro notun nam dorkar...............
আমার একটা নাম লাগবে।
হসন্ত বাদ দেয়া বাধ্যতা মূলক।
Microsoft Imran= মাইক্রোসফট ইমরান কেমন লাগল? খারপ লাগলে জানাবেন। নতুন নাম দিব। আমি নাম স্পেশালিস্ট
আমার নাম কই???????
ইমানুপ নাম টা কেমন যেন অমানুষ অমানুষ লাগে
তাই ইহা পরিবর্তন করার জোর দাবি তুলছি
প্রজন্মের একটা ডিজিটাল নাম দেয়া যেতে পারে!
আমি
কিন্তু অর্ধেক নাম হল। অর্ধেক ডিজি আর বাকী অর্ধেক টাল!!
তবুও তো ডিজিটাল!!
মান............ স্যরি নাম দেওয়ার জন্য
আপনার নাম পুরোপুরি টিউটো রা (সে) ল = টিউটোরাল করে দেয়া যেতে পারে, কিংবা টিউটোরাজ।
আপনার নাম পুরোপুরি টিউটো রা (সে) ল = টিউটোরাল করে দেয়া যেতে পারে, কিংবা টিউটোরাজ।
দারুন দারুন
আমারে কি কেউ একটা সুন্দর নাম দিবেন?
গোয়েন্দাপৃথি>গোয়েন্দৃথি
আজকে সকালে এ টপিকটা খুজতে খুজতে হয়রান হয়ে গেছি। কিন্ত পাইনাই।
আহারে সে সবদিনগুলো কি ফেরত আনা যায় না? কি সুন্দর ছিল তখনকার পরিবেশ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ডিজিটাল বাংলাদেশে আপনার পিচ্চির ডিজিটাল নাম
০.০৯৪৫০৪১১৭৯৬৫৬৯৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৩৮৬৫১৩৩১১৭৫ টি কোয়েরী চলেছে