টপিকঃ আমি যুক্তরাজ্যের মেনচেষ্টরে যাবার জন্য পরামর্শ চাই।
সালাম আমি আপনাদের এই ফোরামে নতুন সদস্য আমি আন্ডারগ্র্যাড এ পড়ার জন্য + কিছু ইনকাম করার জন্য যুক্তরাজ্যের মেনচেষ্টার/কানাডাতে যেতে চাই। আপনারা দয়া করেকি আমাকে একটু পরামর্শ দিবেন কোন দেশে গেলে পড়াশুনার পাশাপাশি ইনকাম করা যাবে।