টপিকঃ অহঙ্কার সংক্রান্ত জোকস
।। লজ্জা পেতাম ।।
- আমি এক লোকের সাথে দু’বার কখনো কোথাও বেড়াতে যাই না।
- ওরে, আরে আমি যদি তোর যায়গায় থাকতাম তবে এমন একটা ব্যাপার নিয়ে গর্ব করতাম না, লজ্জা পেতাম।
।। তবে ওটা ফিরিয়ে নিন ।।
- বুঝলে আমার এই উপদেশ নিছক কতগুলি কথা নয়। এটা একটা সম্পদ। পরে এর মুল্য বুঝবে।
- আজ্ঞে, তবে ওটা ফিরিয়ে নিন। অতো দামী জিনিস আমার ঘরে রাখলে বিপদ ঘটতে পারে!
।। মোটে আট টাকা ।।
- তোমাকে বলে রাখা ভালো, আমার বাবা একজন খবরের কাগজের মালিক।
- আরে দূর, একটা খবরের কাগজের দাম তো মোটে ৮ টাকা!
।। আমার বাব ।।
- বুঝলি আমার একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আর তিনিই সেখানে প্রথম ডিগ্রি লাভ করেন।
- আমার বাবা? বিশ্বের সবচেয়ে বড় পাগলাগারদের প্রতিষ্ঠাতা। আর উনিই সেখানে প্রথম এডমিশন নেন।
।। ৫০ হাজার টাকা ।।
- জানিস, দিল্লিতে আমার ভাইয়ের দাম ৫০ হাজার টাকা!
- দিল্লিতে ৫০ হাজার টাকা? সেটা আবার কেমন ব্যাপার?
- মানে দিল্লির পুলিশের ঘোষণা দিয়েছে যে, আমার ভাইকে ধরিয়ে দিতে পারলে ঐ টাকাটা পুরস্কার দেওয়া হবে।
।। বেচবার দরকার হয় না ।।
- বুঝলি, আমি লক্ষপতি, তোর মতো লোককে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারি!
- আমি? কোটিপতি, তোর মতো মানুষকে কিনি, কিন্তু বেচবার দরকার হয় না!
।। কাকভোরে স্নান ।।
- বুঝলে ভোরেই আমরা ঠান্ডা পানিতে স্নান করে থাকি। শীতকালেও এর নড়চড় হয় না!
- আরে বাবা, ওটা দশজনকে বলে বেড়ানোর মতো কোনো খবর আছে?
- দূর ছাই, বলার জন্যই তো কাঁপতে কাঁপতে এতোকাল কাকভোরে স্নান করে আসছি!
কি? উপভোগ করেছেন তো?