টপিকঃ সাংসদগণের ল্যাপটপ ও প্রাসঙ্গিক ভাবনা (নাকি দুশ্চিন্তা!)
বিডিনিউজ২৪ এর খবরে জানতে পারলাম যে সাংসদগণকে ল্যাপটপ দেয়া হবে। সংসদে ওনারা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। এছাড়া সাধারণ মানুষ যাতে সাংসদদের কাছে ই-মেইলের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পায় সে ব্যবস্থাও করা হচ্ছে।
এই ল্যাপটপগুলোতে যেন পাইরেটেড সফটওয়্যার না থাকে সেই বিষয়ে নিশ্চয়ই সরকারকে সচেতন থাকতে হবে। সংসদে বসে পাইরেসীর চর্চা করলে তা হবে লজ্জাজনক।
নিঃসন্দেহে ল্যাপটপগুলোতে বান্ডেল আকারে উইন্ডোজ দেয়া থাকবে। কিন্তু এর সাথে সাপোর্টিং সফটওয়্যারগুলোও কি দেয়া থাকবে?
যদি সমস্ত লাইসেন্সড সফটওয়্যার ব্যবহার করা হয় তবে কত টাকার শ্রাদ্ধ জনগণের করের টাকার উপর চাপিয়ে দেয়া হবে কে জানে।
এছাড়া অতীতের ইতিহাস বলে, মাইক্রোসফটের সফটওয়্যার দিয়ে অতীতে অন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সংসদের গুরুত্বপূর্ণ তথ্য সহজে চুরি করা হয়েছিল।
যদি সাংসদগণ ঐসব দামী সফটওয়্যার ব্যবহার করে তবে রাষ্ট্রীয় নীতিমালায় ওপেন সোর্স তথা লিনাক্সের ব্যবহারের বিষয়ে উন্নাসিকতা সৃষ্টি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না
আর উপরের দুইটি কারণেই হয়তো মাইক্রোসফট সহ বড় বড় কম্পানিগুলো হয়তো বিনামূল্যে বা নামমাত্র মূল্যে (অথবা, উল্টা কিছু উপহার সহ) সাংসদগণকে তাদের সফটওয়্যার গছাতে এগিয়ে আসবে
যতদুর জানা যায়, এদেশের কম্পিউটার শিক্ষাক্রমে বিভিন্ন প্রোগ্রামের নামের জায়গায় (যেমন: ওয়ার্ড প্রসেসিং-এর জায়গায়) উক্ত কোম্পানির ব্রান্ডের নাম (যেমন: মাইক্রোসফট ওয়ার্ড ইত্যাদির নাম) প্রবেশ করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত কোম্পানি বিরাট উপহার দিয়েছিল
এই পরিপ্রেক্ষিতে এ ধরণের অপচয় এবং ভুল সিদ্ধান্ত যেন না নেয়া হয় সেই ব্যাপারে আমরা কী করতে পারি?
পৃথিবীর বেশ কয়েকটি দেশে গুরুত্বপূর্ণ কারণে (অর্থনৈতীক + নিরাপত্তা) রাষ্ট্রীয়ভাবে যে লিনাক্স ব্যবহার করা হয় সেটার বিষয়ে সরকারী ও জনগণকে সচেতন করার জন্য পত্র-পত্রিকাগুলোতে লেখা প্রকাশ করার জন্য যে যার জায়গা থেকে চেষ্টা করতে পারি।
চায়নাতে কম্পিউটার বিক্রেতাগণ কম্পিউটারের সাথে টাকা দিয়ে উইন্ডোজ না নিলে পাইরেসি না করে যে ডিফল্টভাবে যে রেড ফ্ল্যাগ লিনাক্স দিয়ে দেয় সেই বিষয়েও পত্রপত্রিকাতে লেখা প্রকাশ করা উচিত বলে মনে করি।
সরকারী পৃষ্ঠপোষকতায় বাংলাদেশেও এরকম একটি বিকল্পের উন্নয়ণ করা না গেলে পাইরেসির বিরূদ্ধে নাচন-কুদনই সার হবে। (ইতিমধ্যেই বিকল্প আছে, সরকারীভাবে সেটাকে দেশের জন্য আরো একটু কাস্টমাইজ করে নেয়া)
যদিও এদেশের কম্পিউটার সংক্রান্ত বিষয়ে তথাকথিত বিশেষজ্ঞ এই বিষয়ে বাঁধা সৃষ্টি করবেন বলেই আমার ধারণা, কারণ তাহলে তাঁর মালিকানাধীন লেখার সফটওয়্যারটার ব্যবসার ক্ষেত্র সংকুচিত হবে।