টপিকঃ ফটোসপ টিউটোরিয়াল-মুখের উপর টেক্চার ইমপোর্ট
আসুন আপনাকে ফাটাফাটি করে দিই।
কি ভয় পাচ্ছেন??
ভয় পাওয়ার কিছুই না । একটু ফটোশপে নাড়ানাড়ি করি। তো শুরু করে দিন। বকবক করে লাভ নেই। প্রথমে ফটোশপ ওপেন করুন। তারপর আপনার নায়ক নায়ক ভাব এমন একটি ছবি ওপেন করুন। আমি এইটা ওপেন করলাম
এবার একটি ফাটাফাটি টেক্চার ওপেন করতে হবে। ফাটাফাটি মানে খুব ভালো নয় মানে একটি ফাটা ফাটা টেকচার ওপেন করতে হবে। আমি এইটা নিলাম।
এরপর ফাটাফাটি টেকচারটি ছবির উপর কপি করে পেষ্ট করুন।
এর অপাসিটি ৫০% করে দিন। অপাসিটি খুজে পাচ্ছেন না। কিবোর্ড থেকে এক্কেবারে উপরের F7 প্রেস করুন।
অপাসিটি দেওয়ার পর ইমেজ এমন হবে।
এরপর Eraser Tool ব্যবহার করে খুব সতর্কতার সাহায্যে মুখের বাইরের টেক্চার মুছে দিন। এর মান হবে 20 px
তারপর Sharpen Tool ব্যবহার করে ভিতরের ইমেজকে সার্প করে নিন।
তারপর Dodge Tool ব্যবহার করুন। এর মান হবে Highlights, Exposure: 35% এবং Burn Tool ব্যবহার করুন। এর মান হবে Shadows, Exposure: 40% । তাহলে ইমেজ পরিবর্তিত হয়ে এমন হবে
মাথার উপরের কালার একটু চেইঞ্জ করার জন্য Rectangular Marquee Tool ব্যবহার করে চিত্রের মত করে সিলেকশন করুন।
তারপর কিবোর্ড থেকে Ctrl+U দিন অথবা Image > Adjustments > Hue/Saturation
এ যান এবং চিত্রের মত করে মান বসিয়ে ওকে করুন।
দেখুন তো পারলেন কি/না???