টপিকঃ CMA বিষয়ে কারো কি জানা আছে ?
CMA এর বাজার বর্তমানে কেমন।
শুনেছি কোর্সটা নাকি খুব কঠিন। অনেকে নাকি শুরু করে শেষ করতে পারেনা। কেউ কি কিছু জানেন? জানলে আওয়াজ দিন Plz.
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » CMA বিষয়ে কারো কি জানা আছে ?
CMA এর বাজার বর্তমানে কেমন।
শুনেছি কোর্সটা নাকি খুব কঠিন। অনেকে নাকি শুরু করে শেষ করতে পারেনা। কেউ কি কিছু জানেন? জানলে আওয়াজ দিন Plz.
CMA মানে কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট। এর বাজার বর্তমানে বেশ ভাল। যদি আপনার বিবিএ/এমবিএ করা থাকে তাহলে কোর্সটা তেমন কঠিন না। অন্যথায় বেশ কঠিন। কোর্সের মেয়াদ থাকে দশ বছর। অর্থাৎ ১০ বছরের মধ্যে কোর্স শেষ করতে পারলেই হলো। এর সবচেয়ে বাজে ব্যাপার হলো কোন নির্দিষ্ট পাস মার্ক নাই। প্রশ্ন সোজা বা কঠিন হওয়ার উপর নির্ভর করে পাস মার্ক কত হবে। প্রশ্ন সোজা হলে পাস মার্ক বেড়ে যায়। এর ফলে পরীক্ষা ভাল দেবার পরও কোন কোন কোর্সে মাত্র ৩-৪ জন পাস করে। অন্য কোন কোর্সের পাশাপাশি CMA চালানোর চেষ্টা না করাই ভালো।
ICMAB এর ওয়েবসাইটে পাবেন আরো বিস্তারিত।
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » CMA বিষয়ে কারো কি জানা আছে ?
০.০৪৩৭৬৬৯৭৫৪০২৮৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭১.৬৪৫২৮৭৬০৩৭৭৪ টি কোয়েরী চলেছে