টপিকঃ ইতিহাসের এই দিনে। আজ জেল হত্যা দিবস।

আজ জেল হত্যা দিবস।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু কে হত্যার পরে দেশে ক্ষমতা দখলের পাল্টা দখলের যে ঘৃন্য খেলা চলতেছিল তার ই একসময় ৩ই নভেম্বরে ঢাকা জেলখানায় ঘটে এক নির্মম হত্যাকান্ড জেল খানা যেটাকে নিরাপদ বলা হয় সেইখানেই ধাতক রা চালাল নির্মম হত্যাযজ্ঞ।
১৯৭৫ এর সকালে ৪টার দিকে রিসালদার মোসলেম এর নেতৃতে ঘাতকরা জেল খানায় প্রবেশ করে অস্ত্র নিয়ে ঢুকতে বাধা দিলে মোসতাক ডি আই জি (প্রিজন) কে বলেন ''ওরা যা চায় করতে দিন।''

এই চার নেতাকে ব্রাশফায়ার করা হয়। এই টানা ব্রাশফায়ারে একমাত্র তাজুদ্দিন মরে নাই সে ''পানি পানি'' করে চিতকার করতে ছিল এটা শুনে ধাতক রা আবার ফিরে আসে এবং এই পানির বদলে তাকে বেয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে মৃত্য নিশ্চিত করে।
ঐদিন আরেকটি ঘাতক দল কুমিল্লা কারাঘারেও গেছিল কিন্তু ভিতরে ঢুকতে পারেনি।
মোশতাক তার পরাজয় নিশ্চিত জেনে এই হত্যাকান্ড ঘটিয়েছিল। এবং খালেদ মোশাররফ এর সাথে চুক্তি অনুসারে এই ঘাতক চক্রকে দেশ থেকে পালানোর পথ করে দিয়েছিল। যদিও খালেদ রা এই ঘটনার কিছুই জানত না তারা ঘটনাটা জানে পরেরদিন। আর ঐ ১৭ জন ঘটনার দিন রাত ৮।৫৪ এ দেশ ছেড়ে পালায়।



অ...ট> ইতিহাসের এই দিনে নামে আরেকটা সাব ফোরাম হইলে মন্দ হইত না।