টপিকঃ সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

আমার মতো অনেকে "হঠাৎ গেমস্ পাগল" আছেন। big_smile আবার অনেকে "প্রফেশনাল পাগল" tongue
সম্প্রতি  কে কোন গেম খেলছেন বা ওভার দিয়েছেন, তা শেয়ার করুন এই টপিকে। আর ঐ গেম নিয়ে ছোট খাটো আলোচনাও করতে পারেন। এতে অনেকে উৎসাহিত/উপকৃত হবে। wink

রুমেল'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (০৩-১১-২০০৯ ১০:০৮)

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

প্রথমে আমি,
* কয়েকদিন আগে জিটিএ ৪ ওভার দিলাম। (যারা এই গেম খেলতে চান, তারা কম্পিউটারের পেট ভালো ভাবে ভরে নিন। এতে অনেক টাকা পয়সার ব্যপার হতে পারে।)
* প্রায় একমাস পূর্বে এনএফএস আন্ডারকভার ওভার দিয়েছি। ভালো গ্রাফিক্স ছাড়া আর কিছু ভালো লাগেনি। sad
* প্রায় ১০ দিন পূর্বে এনএফএস শিফট্ ওভার দিয়েছি। smile যারা আন্ডারকভার নিয়ে সন্তুষ্ট ছিলেননা(প্রো- ষ্ট্রেট পাগল)। তারা এই গেম খেলতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে(কেরিয়ার মোড)।
* আরো ওভার দিলাম "ক্রাইসিস" !!!। অনেক কষ্টে ওভার দিয়েছি। sad( যারা খেলতে চান তারা কম্পুর গ্রাফিক্সকার্ডটা তাড়াতাড়ি আপগ্রেড করেন(যাদের ভালো কার্ড আছে তাদের দরকার নেই)।
* আপাদত চালাচ্ছি "ফলআউট ৩" অনেক দিন থেকে চালাচ্ছি(তেমন মনযোগ না দিয়ে)। দুই-তিন দিন থেকে ডেক্সটপের কাছে নেই তাই খেলা হচ্ছেনা। sad

আপাদত এ পর্যন্তই.........................

রুমেল'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

টানা কয়েকদিন কয়েকটা জঘন্য গেম খেলতে খেলতে বোর!

১) FIFA 2010 পুরা FIFA 2009 এর উপর override মারছে।
২) জিটিএ ৪ আর আন্ডারকভার কয়েকজনের কাছে শুনি খুব ভালো গ্রাফিক্স কিন্তু আমি যে ডিভিদী! কিনেছি সেটায় মনে হয় ঝামেলা ছিলো তাই গ্রাফিক্স ভালো লাগে নি কেন যানি hehe
৩) Resident Evil 5 এর গ্রাফিক্স ছাড়া আর কিচ্ছু ভালো না।
৫) কল অফ ডিউটি মডার্ন ওয়ারফায়ার ২ এর অপেখ্যায় আছি।
৬) আজকে আবার জিটিএ ৪ 4 dvd পাবো।
৭) নিড স্পিড আন্ডা আমি ১ ডিভিডি খেলে গ্রাফিক্স খারাপ লেগেছে, আপনারা কি ২ ডিভিডি দিয়ে খেলেছেন?

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

বেশ কিছু দিন আগে খেললাম "কেন এন্ড লায়েন্স দা ডেড ম্যান"  ভালো লাগছে এর গ্রাফিক, কাহিনী , সাউন্ড সব। তারপর খেললাম "ফেবল দা লষ্ট চ্যাপ্টার" অসাধারন একটা গেম।


আখন খেলছি ব্রটিশ আমলের গেম "জুমা" কারন পিসিআই এক্সপ্রেস নষ্ট হয়ে গেছে। আপাতত হাই হাই গেম বন্ধ।  sad

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

রুমেল'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

কাল পরীক্ষা  crying

পরীক্ষা দিয়ে এসে বলব আমি কি খেলিতেছিলাম, খেলিতেছি, খেলিব  waiting

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

এখন খেলছি prototype আর assessin's creed .

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

শুধুমাত্র স্পোর্টস ক্যাটাগরির গেমগুলোর প্রতি আমার আকর্ষণ বেশি থাকায় এখন খেলছি ফিফা ১০ এবং ভার্চুয়া টেনিস ২০০৯। উল্লেখ্য, খেলার দিক থেকে আমার সবচাইতে প্রিয় খেলার তালিকায় টেনিস আছে সবচাইতে উপরে। ফুটবল দ্বিতীয়। কিন্তু, গেমের ক্ষেত্রে পুরো উল্টো। ফিফা ১০ বেশি পছন্দের, ভার্চুয়া টেনিসের চাইতে।  big_smile big_smile

আসলে, টেনিস বাস্তবে খেললে যেমন মজা পাওয়া যায়, গেমে ততটা নয়। এদিক থেকে ফুটবলে মজা পাই বেশি।  big_smile big_smile

১০

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

আনচার্টেড ড্রেকস ফরচুন শেষ করলাম গতকাল। গেমটি শুধুমাত্র প্লেস্টেশন ৩ তে রিলিজ পেয়েছে। গড অফ ওয়ার এর পর একমাত্র গেম যেটা ওভার না দিয়ে শান্তি পাই নি।

গ্রাফিক্স চরম পর্যায়ের সুন্দর এবং ডিটেইলড। আর কাহিনী এবং গেমপ্লে সুন্দরভাবে একে অন্যের সাথে মিলে গেছে। গেম ট্রেইলার্স ডট কম থেকে এটির গেমপ্লে দেখতে পারেন।

১১

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

এখন ফেসবুক এ ফার্মভিল খেলি...

১২

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

১৪

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

স্পাইডারম্যান ২  এবং ৩ ছয় মাস আগে শেষ। সেই সময় ম্যাচ ইফেক্ট ধরছিলাম। পার্টিশন ভাজ্ঞার কারনে উধাউ।
IGI-1 ২ বছর আগে খতম দিছিলাম এবং IGI-2 কিচ্***িন আগে ইদুল ফিতরের দিনে ওভার দিছি।
GTA-3 SA শেষের পথে। এখন এইটাতেই কাজ চলতেছে। তয় খেলতে খেলতে বরবাদ হয়া গেলাম। cry

You came a long way to find something that isn't out here. Don't you see? It's not about you. It's about them.

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন samehood (০৮-০১-২০১০ ০১:৪৬)

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

ভারচুয়াল টেনিসটা খুব ভাল লাগে। thumbs_up

"এইখানে বাস করেন করেন এক জীর্ণ-ক্লান্ত বৃদ্ধ নাবিক,
জীবন নামক সমুদ্র থেকে যিনি বহু আগেই হারিয়ে গিয়েছিলেন"

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন samehood (০৮-০১-২০১০ ০১:৫৩)

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

ক্রাইসিস ভাল লাগে নাই, একদিনেই উদ্ধার করছিলাম  thumbs_down, গেমস কঠিন নাহলে খেলে মজা পাই না। ইদানিং গেমস খুব একটা খেলা হয় না (পিসির কনফিগারেশন কম বলে)। কিছুদিন আগে খেলা প্রিন্স অব পারশিয়া, কমান্ডোজ খেলে খুব মজা পেয়েছি। smile

"এইখানে বাস করেন করেন এক জীর্ণ-ক্লান্ত বৃদ্ধ নাবিক,
জীবন নামক সমুদ্র থেকে যিনি বহু আগেই হারিয়ে গিয়েছিলেন"

১৭

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (০৮-০১-২০১০ ১৬:২০)

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

'Dirt 2' খেললাম, অসাধারণ!!

১৯

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

জিটিএ ৪ খেলতেছি ৬০% শেষ হইছে  thumbs_up thumbs_up thumbs_up

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

২০

Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

Manhunt 2
খেলতাছি  cool