Re: সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?
will be fought with sticks and stones."
-Albert Einstein
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?
এইসব গেম খেললে আমার মাথায় এতো প্রেশার পরে তাই এইসব গেমস আর খেলি না। জিটিএ বহুত ভালো।
ফারক্রাইয়ে ট্রাইজেন গুলো আসলে হার্টবিট বাড়েনি , এমন মানুষ পাওয়াই কঠিন । কারো কারো তো চেয়ার থেকেই উলটে পড়ার রেকর্ড আছে ( এই ফোরামেরই একজনের আছে )
সত্যিই ট্রাইজেনগুলোকে নিজের দিকে লাফিয়ে আসতে দেখলে লাফ দিতেই ইচ্ছে করে
মাত্র শেয়ে করলাম............।
Red alert -3 গেমটি খেলছি । কি গেম রে বাবা প্রথম প্রথম কিছুই বুঝতে পারিনি ,পরে বুঝলাম এটি বেশ ভালো গেম। তবে গেমটি control করা বেশ কঠিন ।
রেড অ্যালার্ট টু সম্ভবত জীবনে প্রথম নেশার গেম! যেটা না খেললে রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু রেড অ্যালার্ট থ্রি পুরাই হতাস করেছে। প্রথম দিকে খুবই বোরিং ছিল। পরে আর খেলি নাই! খুব আশা করে কিনেছিলাম! ৩ডিভিডির গেম ! ১৫০ টাকা !
avatar খেলছি, কিন্তু এখনও শেষ করিনি।
গেমটা ভালই লাগছে!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?
০.০৩৯০৫৬০৬২৬৯৮৩৬৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৩৯১৭০৭৯৫৯৬৮৬ টি কোয়েরী চলেছে