টপিকঃ বাংলা লেখা খুবই সহজ: ফোনেটিক বাংলার টিউটোরিয়াল (চলমান...)
প্রিয় বন্ধুগণ... অনেকেই বাংলায় টাইপ পারেন না; তাই আপনাদের জন্য সহজে ফোনেটিক বাংলা লেখার কিছু টিপস দেব।
এ প্রসঙ্গে যাওয়ার আগে বলা ভাল যে, আমি নিজেও ফোনেটিকে লিখি না .... তাই আমারও শেখা হবে ।
নিচে কিছু উদাহরণ দিচ্ছি .......
কি বোলতে কি বলি = ki bolTe ki bli
--- লক্ষ্য করুন প্রথমে <বোলতে> হয়েছে ... কারণ <bolTe> লেখা হয়েছে।
--- দেখুন একটা বড় হাতের T ব্যবহার করা হয়েছে ... ছোট হাতের t = ট, বড় হাতের T = ত
--- bo = বো
--- b = ব
--- r = র, কিন্তু বড় হাতের R = ড়
--- l = ল
বলতে = blTe
এই টিউটোরিয়ালটা আমি আস্তে আস্তে আরো বাড়াবো = EI tiUtoriyalta Ami As+te As+te Aro baRabo
--- লক্ষ্য করুন এই = EI ছোট হাতের e = ে বা এ-কার, আর বড় হাতের E = এ
--- একই ভাবে, a = া বা আ-কার, কিন্তু বড় হাতের A = আ
--- i = ি বা ই-কার, আর বড় হাতের I = ই
--- u = ু বা উ-কার, U = উ
--- তাহলে দীর্ঘ ঊ-কার বা দীর্ঘ ঊ বা দীর্ঘ ঈ কিভাবে .......
--- ii = ী বা ঈ-কার, আর বড় হাতের লিখলে II = ঈ
--- uu = ূ , UU = ঊ
এবার আসা যাক যুক্তাক্ষরের নিয়ম = Ebar Asa zak zuk+Tak+Srer niym
--- যুক্তাক্ষর লেখার জন্য যোগ চিহ্ন ব্যবহার করতে হয়। অর্থাৎ নাম্বার প্যাডের + চিহ্নটা চাপতে হবে টাইপিং এর সময়।
--- ক্ষ = ক + ষ, কাজেই টাইপ করতে হবে k+S ........ খেয়াল করুন S টি বড় হাতের, কারণ ছোট হাতের s = স
--- ক্ত = k+T .... এখানেও বড় হাতের T, কারণ ক্ত = ক + ত, কিন্তু t = ট, কাজেই T ব্যবহার করতে হবে।
এবার বলি ঘোষ বর্ণ লেখাতে = Ebar bli ghoS br+N lekhaTe
--- ঘোষ বর্ণ মানে খ (=ক+হ), ঘ (=গ+হ), ছ (চ+হ), ঝ (জ+হ) ইত্যাদি
--- খ = kh , ঘ = gh, ছ = C, (চ = c), হ = h, শ = sh
--- ণ = N, ন = n
আমি নিজেও ফোনেটিক পারিনা ভালোমত = Ami nijeO fonetik parina valomoT
--- মজার ব্যাপার হল p = প, আবার P = প; একই ভাবে f = ফ, আবার F = ফ;
--- bh, v, V তিনটাই = ভ
------------------
বিস্তারিত কীবোর্ড লেআউট পাবেন http://phpxperts.net/phonetic/example.html ঠিকানায়।