টপিকঃ আমরা হেরে গেছি
যাক আশঙ্কাই সত্যি হল।আমরা হেরে গেলাম দুঃখ নাই ইনশাল্লাহ সামনে ভাল করবে।খারাপ লাগল একটা কথা ভেবেই দর্শকরা ম্যাচের মাঝখানে যেভাবে বোতল ছুড়ল তাতে সামনে বিশ্বকাপ আয়োজন না আবার হুমকির মুখে পড়ে।সারা বিশ্বে আমদের দর্শকদের সুনাম আছে-আশা করি তা অক্ষুন্ন থাকবে।ভাইরা খুব বেশী সমালোচনা কইরেন না।দেখবেন আগামী ম্যাচ থেকে আরো ভাল করবে...সবাই হাত তুলে দোয়া করুন...