টপিকঃ দাবা খেলতে চাই
আমি অনলাইনে দাবা খেলতে চাই।সত্যিকারের দাবারুর সাথে, কোন কম্পিউটার প্রোগ্রামের সাথে নয়। কোন ওয়েবে এই সুবিধা পেতে পারি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » দাবা খেলতে চাই
আমি অনলাইনে দাবা খেলতে চাই।সত্যিকারের দাবারুর সাথে, কোন কম্পিউটার প্রোগ্রামের সাথে নয়। কোন ওয়েবে এই সুবিধা পেতে পারি?
আমি দাবা খেলা শিখতে চাই,
আমাকে শিখিয়ে দিন তারপর না হয় আমার সাথে খেলিয়েন
ধরলা নদীরপারে দাবা খেলার দাওয়াত থাকল খেলবেন কি
আপনার ইয়াহু একাউন্ট থাকলে ঐটা দিয়ে অন্য মেম্বারের সাথে খেলতে পারবেন। অনেক আগে আমাদের ইশতিয়াকের সাথে খেলেছিলাম। ঠিকানা:
ভাল প্রস্তাব, কম্পিউটারে খেলতে খেলতে দাবার স্বাদ ই তিতা হয়ে গেছে। সত্যিকারের সাথে খেলতে মজাই আলাদা।
আমি অনলাইনে নয় সামনাসামনি দাবা খেলতে চাই। কবে কখন কোথায় জানায়েন।
আগামি ২৮শে এপ্রিল রোজ বৃহস্পতি বার হবিগঞ্জ আর,ডি হল-এ মেয়র কাপ উম্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্টিত হতে যাচ্ছে,
উক্ত প্রতিযোগিতায় দেশের সকল দাবারুদের অংশগ্রহন করার জন্য বিনিত ভাবে অনুরুধ করছি,
অনুরুধক্রমে
শেখ মিজানুর রহমান
সাধারন সম্পাদক, আসাদ চেছ ক্লাব
হবিগঞ্জ।
খেলা শেষে বিজয়ীদের নগদ অর্থ সহ আকর্সনীয় পুরষ্কার দেওয়া হবে,
যোগাযোগের ঠিকানাঃ আসাদ চেছক্লাব, হবিগঞ্জ, মোবাইলঃ ০১৭১১-৪৬৯২০৯, ০১৭১৬-৫৭৬৭০৪, ০১৭১৯০৪৬১৯৯
দাবা খেলার জন্য chess.com সবচেয়ে ভাল সাইট। 3,602,950 জন মানুষ
প্লেয়ার এখানে খেলেন। 5386 জন বাংলাদেশি আছেন।
লিঙ্কঃ https://secure.chess.com/login.html
আলাদা টপিক না খুলে এখানেই সমস্যা বললামঃ
আজকে প্রথম এই সমস্যাতে পড়লাম তাই এই প্রশ্নঃ
১। সাদার একটি মন্ত্রী, দুটি নৌকা, একটি বিশপ, দুটি ঘোড়া আছে এখন যদি pawn/বোড়ে ৮ম রাঙ্ক এ চলে আসে তবে সে কি হবে ?
আলাদা টপিক না খুলে এখানেই সমস্যা বললামঃ
আজকে প্রথম এই সমস্যাতে পড়লাম তাই এই প্রশ্নঃ
১। সাদার একটি মন্ত্রী, দুটি নৌকা, একটি বিশপ, দুটি ঘোড়া আছে এখন যদি pawn/বোড়ে ৮ম রাঙ্ক এ চলে আসে তবে সে কি হবে ?
কি হবে মানে? কি হবে তার কোন বাধাধরা রুল নেই। খেলোয়াড়ের ইচ্ছেমত কুইন, নাইট, রুখ, বিশপ এর মধ্যে যা খুশি তাই হতে পারবে। দুটা কুইন বা তিনটা বিশপ হলে সমস্যা নেই।
আলাদা টপিক না খুলে এখানেই সমস্যা বললামঃ
আজকে প্রথম এই সমস্যাতে পড়লাম তাই এই প্রশ্নঃ
১। সাদার একটি মন্ত্রী, দুটি নৌকা, একটি বিশপ, দুটি ঘোড়া আছে এখন যদি pawn/বোড়ে ৮ম রাঙ্ক এ চলে আসে তবে সে কি হবে ?
কুইন থাকার পর ও কুইন বানাতে চাইলে অন্য একটি গুটি দিয়ে কুইনের রূপ দিতে হবে।
অনেক আগে ইয়াহুতে খেলে ছিলাম......পরে ভেবে ছিলাম একটা দাবা খেলার সাইট বানিয়ে নেব যেন অনলাইনে ফ্রেন্ডকে লিংক পাঠিয়ে তার সাথে খেলা যায়....কিন্তু পরে আর সে মতে কাজ করা হল না।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » দাবা খেলতে চাই
০.০৬৫৪৯৬৯২১৫৩৯৩০৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৮৭৭২৯২৮৩৫৪৫৮ টি কোয়েরী চলেছে