আমার মনে হয়, আমরা শুধুশুধুই গালাগালি করছি ওদের। আমি মূল টপিকটি থেকেই কিছু অংশ পোস্ট করছি :
"বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের বহু নর-নারীর আপত্তিকর স্থির ও ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বড়দের পাশাপাশি শিশুদের ছবিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এসব পর্নোছবি আপলোড করার পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করা কঠিন হওয়ায় সাইটগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ করছে তারা।"
আমরা কি চাইব না এদেশের নর-নারী, শিশুরা পর্ণোগ্রাফির হাত থেকে মুক্ত থাকুক? এটাতো সত্য যে অনেকেই শৈথিল্যের সুযোগ নিয়ে পর্নোছবি আপলোড করছে। এর ভয়ানক শিকার হয়তো আমাদের পরিচিত কেউই হচ্ছে।
হ্যাঁ, এটা বন্ধ করার পদ্ধতি নিয়ে হয়তো মতবিরোধ থাকতে পারে। কিন্তু ইনিশিয়েটিভতো নিতে হবে, তাই না?