টপিকঃ Hard disk লো লেভেল ফরম্যাট দেয় কিভাবে?
আমার Hard disk টাকে লো লেভেল ফরম্যাট দিবো।
কিভাবে করতে হয় জানতে চাই।
প্প্লিজ হেল্প।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » Hard disk লো লেভেল ফরম্যাট দেয় কিভাবে?
আমার Hard disk টাকে লো লেভেল ফরম্যাট দিবো।
কিভাবে করতে হয় জানতে চাই।
প্প্লিজ হেল্প।
লো লেভের ফরম্যাটের চাইতে আরো ভাল জিনিষ আছে।
আগে বলুন আপনার হার্ডডিস্ক কোন কোম্পানির?
লো লেভের ফরম্যাটের চাইতে আরো ভাল জিনিষ আছে।
আগে বলুন আপনার হার্ডডিস্ক কোন কোম্পানির?
আমারটা স্যামসাং স্পিনপয়েন্ট IDE ( একটা ৮০ আরেকটা ৪০ গিগা )
ভাল জিনিসটা কি, একটু বলেন শিপলু ভাই
আমারটা Maxtor sata 1 Hard disk.
120 GB.
দুই বছর আগে কেনা।
সমস্যা হলো কট কট শব্দ করে।
আর পিসি পুরা স্লো করে দিসে।
সমস্যাটা যে Hard disk এই তা নিশ্চিত।
কারন অন্য সবকিছু চেক করা হইসে।
অন্য Hard disk লাগালে পিসি মাখনের মত চলে আর আমারটা লাগালেই স্লো।
এক বন্ধু বললো লো লেভেল ফরম্যাট দিলে ঠিক হতে পারে।
তাই ফোরামের দারস্থ হলাম।
লো লেভেল ফরম্যাট টা কি?
ম্যক্সটরের জন্য PwrMx423En.iso নামে একটা ইউটিলিটি আছে। গুগল করে ডাউনলোড করে নিন। সিডিতে রাইট করে হার্ডডিস্ক এনালাইজ করতে পারবেন। এভাবে আমি একাধিক ম্যক্সটর হার্ডডিস্ক ঠিক করেছি। ব্যাড সেক্টর পড়ে একেবারে নষ্ট হয়ে গেছে এমন হার্ডডিস্কও ঠিক করেছি।
স্যামসাং হার্ডডিস্কের জন্য
১) http://www.samsung.com/global/business/ … _drive.zip
২) http://www.samsung.com/global/business/ … _CDROM.zip
আইএসও ফাইল এগুলো। হার্ডডিস্ক এনালাইজ করতে হবে।
এসব হল ম্যানুফ্যাকচারারের অফিসিয়াল টুল। এগুলো খুবই ভাল কাজ করে।
আগে জানলে নষ্ট হার্ডডিস্ক কিনতাম শুধু আর ঠিক করতাম।
আগে জানলে নষ্ট হার্ডডিস্ক কিনতাম শুধু আর ঠিক করতাম।
শিপলু ভাই তাইলে আমারটা কিনেন!!
শিপলু ভাই আমি ম্যক্সটরের ইউটিলিটি টা পেলাম না।
যদি একটু সাহায্য করেন তবে খুব ভাল হতো।
শিপলু ভাই আমি ম্যক্সটরের ইউটিলিটি টা পেলাম না।
যদি একটু সাহায্য করেন তবে খুব ভাল হতো।
ঠিক ভাবে খুঁজেছেন?
বা আদৌ কি খুঁজেছেন?
আমি কিন্তু গুগল সার্চ করে ঠিকই পেয়েছি।
PwrMx423En.iso লিখে সার্চ দিলে যে পেজ গুলো আসে তার কয়েকটা লিন্ক দিলাম।
আমি আসলেই কিসু খুজে পাইনি।
আর পেলেও হয়তো বুঝতে পারিনাই।
http://www.computing.net/answers/window … 69046.html
http://www.wilderssecurity.com/archive/ … 51816.html
http://forum.notebookreview.com/showthread.php?t=187654
এই মাত্র পেলাম!!!
রাইট ও করলাম...
এবার কি করতে হবে বলেন.......
পিসি রিস্টার্ট দিলে বুট করার পর কি কি করতে হবে তা প্লিজ জানান।
ধন্যবাদ শিপলু ভাই। দারুন একটা তথ্য শেয়ার করলেন। অনেক কাজে লাগবে।
শিপলু ভাই প্লিজ হেল্প
...এসব হল ম্যানুফ্যাকচারারের অফিসিয়াল টুল। এগুলো খুবই ভাল কাজ করে।
আগে জানলে নষ্ট হার্ডডিস্ক কিনতাম শুধু আর ঠিক করতাম।
হায়রে, আগে জানাইলে কত না উপকার হইত। কয়েক দিন আগে pata হার্ডডিস্ক পাইতে কি ঝামেলাটাই না করলাম।
আমি সেই সকাল থেকে wait করতেসি শিপলু ভাই এর নির্দেশনার জন্য।
[আপনি বোধহয় আমার ওপর বিরক্ত]
আপনার হেল্প আমার খুব দরকার।
শিপলু ভাই প্লিজ হেল্প
![]()
![]()
![]()
![]()
![]()
দুঃখিত। আমি আসলে দিনের বেলা কম্পিউটারের সামনে থাকি না। তাই কোন পোস্টই করিনি।
আপনাকে যেটা করতে হবে।
১) যে হার্ডডিস্কে সমস্যা সেটা একটা মেশিনে লাগান
২) ঐ মেশিনে একটা সিডিরম লাগান।
৩) আর কোন হার্ডডিস্ক বা অপটিকাল ড্রাইভ থাকলে খুলে রাখুন। (এটা বললাম, কারণ আপনি ভুলে অন্য হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারেন)
৪) এবার বুট করুন সিডি থেকে। এটা অবশ্যই পাওয়ার ম্যাক্স রাইট করা সেই সিডি।
৫) পাওয়ার ম্যাক্স ওপেন হবে।
৬) এরপর আপনার হার্ডডিস্ক সিলেক্ট করে এনালাইজ করতে হবে। টুলটা এনালাইজ করার সাথে সাথে এরর ফিক্সও করে।
আমার মনে নেই পাওয়ার ম্যাক্সের কি মেনু ছিল। তবে এনালাইজ করার একটা অপশন থাকে।
আপনার হার্ডডিস্ক যদি অন্য কোন পিসিতে থাকে তাহলে সেখানে পাওয়ার ম্যাক্সে বুট করে অপশনগুলো এখানে প্রজন্মে লিখতে পারেন। তাহলে হয়তো বুঝতে পারব কোনটা ক্লিক করতে হবে।
এই কাজগুলো করুন। পরেরটা পরে দেখা যাবে।
বুট করার পর একটা পেজ আসে, তারপর আসে কমান্ড লাইন।
পুরা screen কালো আর বাম কোনায় A:\
লেখা।
analyze লিখে এনটার দিসিলাম।
দেখায় wrong command line.
কমান্ড কি হবে এটাই জানা দরকার।
পুরা screen কালো আর বাম কোনায় A:
আপনি dir কমান্ড দিয়ে দেখুন পাওয়ার ম্যাক্সের কোন ফোল্ডার বা ফাইল আছে নাকি।
অবশ্য এরকম হবার কথা না।
সরাসরি একটা গ্রাফিকাল ইন্টারফেস আসার কথা।
দেখি আমি আমার কাছে যেটা আছে সেটা কিভাবে চালু করতে হয়।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » Hard disk লো লেভেল ফরম্যাট দেয় কিভাবে?
০.০৮২০৩০০৫৭৯০৭১০৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৮৫৯৫৭৪৯৬৮২৪৭ টি কোয়েরী চলেছে