টপিকঃ শেল স্ক্রীপ্টিং এর জব মার্কেট কেমন
বিবিআইটিতে বেশ কিছুদিন ধরে আমাদের রেডহ্যাট লিনাক্স এর কোর্স শুরু হয়েছে। চমৎকার মনে হচ্ছে ক্লাসগুলোকে। প্রতিষ্ঠানের CEO ফারুক স্যার আমাদের ক্লাস নিয়ে থাকেন। অন্য প্রতিষ্ঠানের তুলনায়(যেগুলোতে আমাদের অন্যান্য বন্ধুরা গিয়েছে) আমাদের প্রতিষ্ঠান অনেক ভাল মানের। সবদিক দিয়েই। তো স্যার আমাদের কয়েকজনের পারফর্মে খুবই সন্তুষ্ট[ইনভার ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমি]। কয়েকজন বলেছিল CCNA করার। কিন্তু উনি বলেছিলেন আমরা যে কোর্স করছি অর্থাৎ রেডহ্যাট এর এই বেসিক কোর্স না করে CCNA এর কোর্স করা উচিত হবে না। এরচেয়ে উনি আমাদের কয়েকজনকে পরামর্শ দিলেন শেল স্ক্রীপ্টিং কোর্সটি করার জন্য। কিন্তু শেল স্ক্রীপ্টিং এর কোর্সটা এখন করা কি উচিত হবে? নাকি ডিপ্লোমার পর করব।
উনি বলেছেন এখন করলে আর প্র্যাকটিস চালিয়ে গেলে ডিপ্লোমার পর চাকরী পাওয়া কোন ব্যাপার হবে হবে। কারণ হিসেবে বলেছেন চাকুরীর সংখ্যার তুলনায় যোগ্য লোকের অভাব।
কোর্স ফি খুব একটা কম না। ১৪০০০/= টাকা। অবশ্য আমরা যেহেতু পলিটেকনিক থেকে এসেছি সুতরাং আমাদের থেকে বোধহয় কম নেয়া হবে। যেমন: আমরা বর্তমানে যে কোর্সটি করছি তার নিয়মিত ফি ১২৫০০/= বা ১২০০০/= টাকা। আর আমাদের থেকে নেয়া হয়েছে ৮০০০/= টাকা।
তো ফোরামের অভিজ্ঞ সদস্যদের থেকে আমি এই বিষয়ে মতামত চাইছি। আরও কি যেন লিখব ভাবছিলাম। কিন্তু এই মূহুর্তে মাথায় আসছে না।