টপিকঃ ফোরামের হোমপেজ
আজকে থেকে ফোরামে হোমপেজ চালু করা হল। এতে সবকিছু আরও সহজ হবে বলেই মনে করছি। যেমন: একনজরে সাম্প্রতিক কিছু পোস্ট ও টপিক দেখা যাবে। এছাড়াও নোটিশবোর্ডের নোটিশগুলো সরাসরি হোমপেজেই দেখা যাবে।
ধন্যবাদ।
what to do?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » ফোরামের হোমপেজ
আজকে থেকে ফোরামে হোমপেজ চালু করা হল। এতে সবকিছু আরও সহজ হবে বলেই মনে করছি। যেমন: একনজরে সাম্প্রতিক কিছু পোস্ট ও টপিক দেখা যাবে। এছাড়াও নোটিশবোর্ডের নোটিশগুলো সরাসরি হোমপেজেই দেখা যাবে।
ধন্যবাদ।
খুবই সুন্দর হয়েছে হোমপেজ। এতদিন সর্বশেষ টিপতে টিপতে কাহিল হয়ে গেছি। এখন সব সারাংশ হোমপেজেই দেখা যাবে। সবচেয়ে ভালো হয়েছে নোটিশবোর্ড হোমপেজ এ থাকাতে, তবে ৩ এর বেশী যেন টপিক না থাকে, প্লিজ।
ধন্যবাদ।
আপাতত ৩ টাই থাকছে। তবে ডান পাশ ও বাম পাশ মেলানোর জন্য বাড়তে বা কমতে পারে সময়ে সময়ে।
মেইনটেনেন্স মোডে অপেক্ষায় থাকায় আপনাকে আবারও ধন্যবাদ।
ওয়েবসাইটের হোমপেজে সাইটের মেইন লিংকগুলো নেই। অভ্যর্থনা, সাহিত্য বিভাগ, খেলার বিভাগ, পরামর্শ বিভাগ, হাসির বাক্স ইত্যাদি লিংকগুলো হোমপেজে থাকা উচিত। একজন নতুন সদস্য এসে নিজের পরিচয় দেয়ার জন্যে নিজে থেকে কোন বিভাগ খোঁজাখুঁজি করবে না।
হোমপেজ পদ্ধতিটা আমার পছন্দ হয়েছে।
খুব সুন্দর হয়েছে। এখন একনজরেই অনেক কিছু দেখা যাচ্ছে।
কোডার ভাই হোম পেজ ভালো লেগেছে।পিসি নস্ট আর একটু ব্যাস্ত থাকায় অনিয়মিত হয়ে পড়েছি।ফোরামে আগে ডান দিকে উপরে "সর্বশেষ ভিজিটের পরের আলোচনা" এবং "সব পড়া হয়েছে চিহ্নিত করুন" এটা কি আর থাকবে না।এটা বেশ কাজে দিতো।কারন সব সময় ফোরামে সবাই নিয়মিত হতে পারে ।
ঠিক আছে। হোমপেজে আজকে এগুলো যুক্ত করব।
ইশতিয়াক@
হোমপেজে ফোরাম নামে একটা লিঙ্ক আছে যেখানে ক্লিক করলে একদম আগের পেজই পাবেন।
ধন্যবাদ।
মেনুর ২য় লিংক= ফোরাম-এ ক্লিক করলেই পুরানো হোমপেজে যায়.... ওখানে তো আগের সবকিছুই আছে মনে হল......।
নতুন হোমপেজটা খুবই সুন্দর হয়েছে।
ধন্যবাদ হাঙ্গরিকোডার !:clap::clap:
(এই পাতায় কিন্তু ইউনিজয় না থাকায় লগইন করতে পুরোনো পাতায় যেতে হচ্ছে।:clap:)
আমার পছন্দের হোম পেইজের জন্য হাংরি-কোডার কে ধন্যবাদ্।
দুইদিন পর আজ আমি এসে তো আমার পুরা তালগোল পাকায়ে গেল। কি করবো খুজে পাচ্ছিলাম না। ফোরাম নাই:-O। আজব তো!! ফোরাম গেল কই!! হোম লিংকে ক্লিক করলাম দেখি যেখানে ছিলাম সেখানেই আছি। এরপর তার নিচে দেখি ফোরাম লেখা। ক্লিক করতেই দেখি সেই চেনা পেজ।
ভালই হয়ছে। আমার নামখান তো হোমপেজে ঠাই পাইছে। ভালই লাগছে।)+D
কিন্তু একটা ব্যাপার ভাবছি। কোডারের তো ঢাকায় আসার কথা। ঢাকায় আসলে এই কাজটা করল কে?
দারুন!! হোমপেইজটা ফাটাফাটি!!!
সমন ভালো কথা মনে করিয়েছে, কোডার ঢাকা আসবেন কবে ? নাকি এরই মধ্যে চুপি চুপি .. ?
দুইদিন পর আজ আমি এসে তো আমার পুরা তালগোল পাকায়ে গেল। কি করবো খুজে পাচ্ছিলাম না। ফোরাম নাই:-O। আজব তো!! ফোরাম গেল কই!! হোম লিংকে ক্লিক করলাম দেখি যেখানে ছিলাম সেখানেই আছি। এরপর তার নিচে দেখি ফোরাম লেখা। ক্লিক করতেই দেখি সেই চেনা পেজ।
ভালই হয়ছে। আমার নামখান তো হোমপেজে ঠাই পাইছে। ভালই লাগছে।)+D
কিন্তু একটা ব্যাপার ভাবছি। কোডারের তো ঢাকায় আসার কথা। ঢাকায় আসলে এই কাজটা করল কে?
ভুতে! =))
একদিন পর এসেই তো আমার মাথা আউলা হয়ে গেছে
অনেক ভালো হয়েছে
কাজটি আমি ঢাকায় এসেই করেছি। সুমন ভাই, আপনার জন্য কিন্তু আমি হার্ডডিস্কটা নিয়ে এসেছি।
কয়েকটি সমস্যা জানলাম আপনাদের আলোচনায় যা আমার চোখ এড়িয়ে গিয়েছিল। আশা করি আজকে রাতেই এগুলো সমাধান করব। এখানে লিখে রাখলাম আমার রেফারেন্সের জন্য।
১. 'সর্বশেষ ভিজিট এর পর নতুন আলোচনা ' লিঙ্ক দিতে হবে
২. লগিনে বাংলা সিস্টেম নেই।
৩. এবার দেখি টপিক বুকমার্কটা কি চালু করা যায় কিনা ।
আরও কিছু থাকলে বলুন। শামীম ভাই হলে, এই পোস্টটি এডিট করে ৪ নম্বর থেকে লিখতে থাকুন।
কাজটি আমি ঢাকায় এসেই করেছি। সুমন ভাই, আপনার জন্য কিন্তু আমি হার্ডডিস্কটা নিয়ে এসেছি।
আমার কিন্তু এই মূহুর্তে হার্ডডিস্ক প্রয়োজন নাই। যদি আপনার হার্ডডিস্কে কোন সমস্যা থাকে তবে সমাধানের জন্য আমার কাছে দিতে পারেন।
আপনি কতদিন ঢাকায় থাকবেন? বর্তমানে কেথায় আছেন?
যে কোন প্রয়োজনে অপ্রয়োজনে আমার সাথে ফোনে যোগাযোগ করার অনুরোধ রইল। নাম্বার তো প্রোফাইলে আছেই।:D
হাঙ্গরিকোডার লিখেছেন:কাজটি আমি ঢাকায় এসেই করেছি। সুমন ভাই, আপনার জন্য কিন্তু আমি হার্ডডিস্কটা নিয়ে এসেছি।
আমার কিন্তু এই মূহুর্তে হার্ডডিস্ক প্রয়োজন নাই। যদি আপনার হার্ডডিস্কে কোন সমস্যা থাকে তবে সমাধানের জন্য আমার কাছে দিতে পারেন।
আপনি কতদিন ঢাকায় থাকবেন? বর্তমানে কেথায় আছেন?
যে কোন প্রয়োজনে অপ্রয়োজনে আমার সাথে ফোনে যোগাযোগ করার অনুরোধ রইল। নাম্বার তো প্রোফাইলে আছেই?
ওই মিয়া, আমি বলছি নাকি আপনার প্রয়োজন? উঁ, শখ কত:P? আমি আনছি কারণ আপনি সেটা ঠিক করে দিবেন।
প্রোফাইলে নম্বরের কথা আমি নিজেই ভুলে গেছিলাম। ফোন করব নে।
ধন্যবাদ।
সুমন লিখেছেন:আমার কিন্তু এই মূহুর্তে হার্ডডিস্ক প্রয়োজন নাই। যদি আপনার হার্ডডিস্কে কোন সমস্যা থাকে তবে সমাধানের জন্য আমার কাছে দিতে পারেন।
আপনি কতদিন ঢাকায় থাকবেন? বর্তমানে কেথায় আছেন?
যে কোন প্রয়োজনে অপ্রয়োজনে আমার সাথে ফোনে যোগাযোগ করার অনুরোধ রইল। নাম্বার তো প্রোফাইলে আছেই?ওই মিয়া, আমি বলছি নাকি আপনার প্রয়োজন? উঁ, শখ কত:P? আমি আনছি কারণ আপনি সেটা ঠিক করে দিবেন।
প্রোফাইলে নম্বরের কথা আমি নিজেই ভুলে গেছিলাম। ফোন করব নে।
ধন্যবাদ।
না...মানে....আমারে উষ্ঠা মারোনের যদি সখ থাকে!!! আপনাগো তো কম জ্বালাই না আমি।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » ফোরামের হোমপেজ
০.০৭৬৩৭৭৮৬৮৬৫২৩৪৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৮৯৪১০৯২৭৯৭৯২ টি কোয়েরী চলেছে