টপিকঃ ২০১১ বিশ্বকাপের গ্রুপিং
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপিং ঘোষণা করেছে। আজ বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আইসিসির এক বোর্ড মিটিং শেষে এ ঘোষণা দেওয়া হয়। ১৪ টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
এ গ্রুপের দলগুলো হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়া। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড।
তবে বিশ্বকাপের কোনো গ্রুপের ফিকশ্চার চূড়ান্ত হয়নি। আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়েবসাইটে ফিকশ্চার ঘোষনা করা হবে।
২০১১ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়।
প্রথম আলো।